রাজশাহী সোমবার, ৬ই মে ২০২৪, ২৪শে বৈশাখ ১৪৩১

জন সচেতনতা বাড়ানোর পাশাপাশি হতদরিদ্রের মাঝে জেলা পুলিশের খাদ্য সামগ্রী বিতরণ


প্রকাশিত:
৫ এপ্রিল ২০২০ ২২:৫১

আপডেট:
৫ এপ্রিল ২০২০ ২৩:৩৮

দরিদ্রের মাঝে  জেলা পুলিশের খাদ্য সামগ্রী বিতরণ

রাজশাহীর বিভিন্ন উপজেলাগুলোতে অপরাধ দমন ও করোনা ভাইরাসের সংক্রমন ঠেকাতে জন সচেতনতা বাড়ানোর পাশাপাশি হত দরিদ্র জন গোষ্ঠীদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করায় জেলা পুলিশের প্রতি জনগনের আস্থা বেড়েছে বহুগুণে।

এরই ধারাবাহিকতায় শনিবার দুপুরে রাজশাহী জেলা পুলিশ লাইস্ প্রাঙ্গনে দৃষ্টি প্রতিবন্ধীদের মাঝে খাদ্য সামগ্রী ও হাত ধোয়ার সাবান বিতরণ করা হয়েছে। কর্মসূচীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা পুলিশ সুপার মো. শহিদুল্লাহ্ বিপিএম, পিপিএম।

খাদ্য বিতরণকালে রাজশাহী জেলা পুলিশ সুপার মো. শহিদুল্লাহ্ বলেন, পুলিশের কাজ জনগণকে নিয়েই। কারণ আমরা জনগনের সেবক হতে চাই। মানুষের মনে পুলিশের প্রতি যে ভীতিকর ধারণা আছে তা দূর করতেই আমরা জনগণের এতটা কাছাকাছি পৌঁছেছি। এখন সারা বিশে^র মতো বাংলাদেশেও করোনা ভাইরাসের ভয়াল থাবায় আক্রান্ত দেশের জনগন। তাই অপরাধ দমনের পাশাপাশি জনগনের সেবায় কাজ করতে আমার পুলিশ বাহিনীর সকল সদস্যদের নির্দেশ দিয়েছি।

এসময় অন্যান্যদের মধ্যে রাজশাহী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ইফতে খায়ের আলমসহ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

এসময় মহানগরী ও এর আশেপাশের এলাকার প্রায় অর্ধশতাধিক দৃষ্টি প্রতিবন্ধী ব্যাক্তিদের মাঝে খাদ্য সামগ্রী ও হাত ধোয়ার সাবান বিতরণ করা হয়। এ ধরনের জন কল্যাণমূলক কার্যক্রম চলামান থাকবে বলেও জানিয়েছে জেলা পুলিশ সুপার মো. শহিদুল্লাহ্ ।

 

আরপি/ এআর



আপনার মূল্যবান মতামত দিন:

Top