মোহনপুরে ট্রাকের ধাক্কায় পথচারী নিহত

করোনা প্রতিরোধ ও সংক্রমন ঠেকাতে লক ডাউন মোহনপুর উপজেলার বিভিন্ন বাজার। গুড় কিনে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় রহিমা বেগম (৭৩) নামে এক পথচারীর মৃত্যু হয়েছে। সোমবার বেলা সাড়ে ১০ টার দিকে মোহনপুর উপজেলার বসন্তপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতের বাড়ী বসন্তপুর গ্রামে। তিনি মৃত আব্দুস সালামের স্ত্রী।
পুলিশ সূত্রে জানা যায়,রাজশাহী হতে কুঠিবাড়ীগামী মাছ বহনকারী একটি ট্রাক বসন্তপুর এলাকায় পৌছায়। বিপরীত দিক শাহাজী বাজার হতে বসন্তপুর নিজ বাড়ীতে ফিরছিলেন বৃদ্ধ রহিমা বেগম। তিনি বাড়ীর রাস্তার সামনে এসে পৌছালে রাস্তা পারাপারের সময় এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে মোহনপুর থানার ওসি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ঘাতক ট্রাকটি জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে। ট্রাকের গায়ে লেখা উত্তরন মৎস্য খামার এফ-৮৬০,গনকপাড়া,রাজশাহী। রেজি নম্বর রাজ মেট্রো-ড,১১-০০২৯।
মোহনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাক আহম্মেদ সড়ক দুর্ঘটনায় নিহত পথচারী রহিমা বেগমের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। কোন অভিযোগ না থাকায় লাশটি দাফনের অনুমতি দেওয়া হয়েছে।
আরপি/ এআর
আপনার মূল্যবান মতামত দিন: