মোহনপুরে কর্মহীনদের মাঝে সরকারি খাদ্য সহায়তা প্রদান

রাজশাহীর মোহনপুরের কেশরহাট পৌরসভায় কর্মহীনদের মাঝে সরকারি খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে কেশরহাট বাজারের ২০০ জন নাপিতসহ প্রায় ৩৫০ জন খেটে খাওয়া কর্মহীন মানুষের মাঝে ১০ কেজি চাল, ডাল, লবন ও তেল বিতরণ করা হয়।
রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য আয়েন উদ্দিন এমপি এসকল অনুদান বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন মোহনপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট আবদুস সালাম, কেশরহাট পৌরসভার মেয়র শহিদুজ্জামান, প্যানেল মেয়র রুস্তম আলী প্রামাণিক,কাউন্সিলর কফিল উদ্দিন,নারী কাউন্সিলর মোমেনা আক্তার,কোহিনুর, পৌরসভার লাইসেন্স পরিদর্শক রোকমত জামান টিটু, কার্যনির্বাহী আবদুর রাজ্জাক, সহকারি কর আদায়কারি মোসলেহুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী শাহ আলম প্রমুখ।
এসময় সাংসদ আয়েন বলেন, নিজে ঘরে থাকুন, সুস্থ থাকুন, দেশবাসীকে সুস্থ থাকতে দিন। বিনা প্রয়োজনে কেউ ঘরের বাহিরে যাবেন না। আল্লাহ্ না মারলে কেউ না খেয়ে মরবে না। মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশে পর্যাপ্ত খাদ্য মজুদ রয়েছে। প্রতিটি পরিবার পাবেন খাদ্যসামগ্রী। কয়েক দিন নিরাপদে থাকুন। মরণব্যাধি করোানা ভাইরাস ইনশাআল্লাহ্ দেশ থেকে নির্মূল হবে।
আরপি/এসআর
বিষয়: মোহনপুর খাদ্য সহায়তা করোনাভাইরাস
আপনার মূল্যবান মতামত দিন: