মোহনপুরে দি হাঙ্গার প্রজেক্ট’র লিফলেট বিতরণ ও জীবানুনাশক স্প্রে

রাজশাহীর মোহনপুরে করোনা ভাইরাস প্রতিরোধে দি হাঙ্গার প্রজেক্ট লিফলেট বিতরণ ও রাস্তায় জীবানুনাশক স্প্রে করেছে। বৃহস্পতিবার দুপুর ১২ সময় উপজেলার ধুরইল ইউনিয়ন পরিষদ এলাকার রাস্তায় চলাচলকারী জনগণ ও ইউনিয়ন পরিষদে সরকারের খাদ্য সহায়তা নিতে আসা জনগণের মাঝে এ লিটলেট বিতরণ করা হয়।
লিফলেট বিতরণের সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ওয়াজেদ আলী শাহ্, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, দি হাঙ্গার প্রজেক্ট এর সহযোগী সংগঠণ মোহনপুর উপজেলা শাখা এসপিএল-এর পিচ এম্বাসেডার মহব্বতপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল আলিম শেখ, দি হাঙ্গার প্রজেক্ট মোহনপুর উপজেলার সমন্বয়কারী মাস্টার জয়নাল আবেদীন ও ভিডিটির সদস্যগণ উপস্থিত ছিলেন।
আরপি/ এএন
আপনার মূল্যবান মতামত দিন: