রাজশাহী শুক্রবার, ১৮ই এপ্রিল ২০২৫, ৬ই বৈশাখ ১৪৩২

মোহনপুরে রুপসী পল্লী বাংলাদেশ'র খাদ্য বিতরণ


প্রকাশিত:
৩ এপ্রিল ২০২০ ০০:১৯

আপডেট:
১৮ এপ্রিল ২০২৫ ২০:৩৩

 
"করোনা ভাইরাস সম্পর্কিত সতর্ক থাকুন। নিজে বাঁচুন অন্যকে বাঁচতে সহায়তা করুন।” এই স্লোগান নিয়ে রাজশাহীর মোহনপুরে প্রতিষ্ঠিত সামাজিক উন্নয়নমূলক সংস্থা রুপসী পল্লী বাংলাদেশ (আরপিবি)। সংগঠনটি হোম কোয়ারেন্টাইনে থাকা কর্মহীন পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদানের অংশ হিসেবে চাল, ডাল, তেল ইত্যাদি বিতরণ করেছে।
 
আজ বৃহস্পতিবার সকাল ১০ টার সময় উপজেলার ধুরইল ইউনিয়নের মহব্বতপুর উচ্চ বিদ্যালয় মাঠে সামাজিক দৃরত্ব বজায় রেখে কর্মহীন পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করে সংগঠনটি।
 
খাদ্য সামগ্রী বিতরণের সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ওয়াজেদ আলী শাহ্, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, মহব্বতপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল আলিম শেখ, ছাত্রলীগের সাধারণ সম্পাদক শামিমুল ইসলাম শামীম, সহ-সভাপতি নাজমুল হোসেন, সাংগঠনিক সম্পাদক মাহফুজুর রহমান মাসুমসহ বিভিন্ন গ্রামে হতে খাদ্য সহায়তা নিতে আসা জনগণ।
 
 
আরপি/ এএন


আপনার মূল্যবান মতামত দিন:

Top