রাজশাহী শুক্রবার, ১৪ই মার্চ ২০২৫, ১লা চৈত্র ১৪৩১

মোহনপুরে এখনও বসছে সাপ্তাহিক হাট


প্রকাশিত:
২ এপ্রিল ২০২০ ০৪:০৬

আপডেট:
২ এপ্রিল ২০২০ ০৪:১০

সাপ্তাহিক হাট

রাজশাহীর মোহনপুর উপজেলার বড় বড় দু্ই-তিনটি হাট এখনও বন্ধ হয়নি। কেশরহাট ও একদিলতলা,পাকুড়িয়া হাট আগের মতোই বসেছে। জনসমাগমও ছিল চোখে পড়ার মতো। সামাজিক দুরত্ব বজায় রাখাতো দুরের কথা উপচে পড়া ভিড়।

উপজেলা সহকারী কমিশনার (ভুমি) জাহিদ বিন কাশেমের নেতৃত্বে সেনা বাহিনী ও স্থানীয় পুলিশের হস্তক্ষেপে হাটগুলি জনশূন্য করা হয়েছে। করোনাভাইরাস প্রতিরোধে সরকারের দেয়া নিষেধাজ্ঞা অমান্য করেই চলছে সাপ্তাহিক হাট গুলির ইজারাদাররা। হাটে আসা কোন জনগণের মাঝে করোনা নিয়ে কোনো উদ্বেগ লক্ষ্য করা যায়নি। তাদের দাবি, জীবন জীবিকার তাগিদেই তারা বাজারে এসেছেন।

এ বিষয়ে উপজেলা নির্বাহী মো:সানওয়ার হোসেন জানান, করোনা সংক্রমণ ঠেকাতে মানুষে-মানুষে সামাজিক দূরত্ব (তিন ফুট) বজায় রাখার নির্দেশনা জারি ও জনগণকে বাড়ীতে অবস্থান ও হাট বাজার বন্ধে প্রতিদিন মাইকিং করা হচ্ছে। এসব নির্দেশনা সাধারণ মানুষকে মেনে চলার জন্য মাঠে কাজ করছে প্রশাসন। কিন্তু সাধারণ মানুষ মানছে না সেই নির্দেশনা।

জনগণকে ঘরে রাখতে উপজেলার বিভিন্ন বাজারে আইন শৃঙ্খলারক্ষাকারী বাহিনী গিয়ে ফিরে আসার পর আবার সমাগম হয়ে যায়। সামাজিক দূরত্ব বজায় ও হোম কোয়ারেন্টাইনে রাখার জন্য মাঠে গিয়ে নির্দেশ দিচ্ছি জন সচেতনতা বাড়াতে আমাদের কার্যক্রম অব্যাহত রয়েছে।

 

 

আরপি/এমএইচ



আপনার মূল্যবান মতামত দিন:

Top