দুর্গাপুরে ইউপি আ’লীগের উদ্যোগে মাস্ক-সাবান বিতরণ

রাজশাহীর দুর্গাপুরে স্থানীয় সংসদ সদস্য ডা. মনসুর রহমানের পক্ষে উপজেলার নওপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে করোনা ভাইরাস প্রতিরোধে ইউনিয়নের প্রান্তিক হতদরিদ্র মানুষের মাঝে মুখের মাস্ক, সাবান, হাত ধোয়ার বালতি ও মগ বিতরণ করা হয়েছে।
আজ সোমবার বিকেলে আলীপুর বিএম কলেজে নওপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি গোলাম ফারুকের নেতৃত্বে এসব বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, আওয়ামী লীগ নেতা হারুনুর রশিদ, জেলা আ’লীগের বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সদস্য অ্যাডভোকেট রেজাউল হক, আ’লীগ নেতা ফজলুল হক, রেজাউল করিম মন্ডল, আহম্মদ আলী, সাহাজাহান আলী, আছের আলী, মফিজ উদ্দিন, জেবর আলী, সাইফুল উদ্দিন, রাশেদুল, ইসলাম খান, সাইফুল ইসলাম, হেলাল উদ্দিন প্রমুখ।
নওপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি গোলাম ফারুক বলেন, করোনা মোকাবেলায় সবাইকে সচেতন হতে হবে। এ জন্য সবাইকে সরকারি নিদের্শনা মেনে চলতে হবে। এছাড়াও অসহায় মানুষদের সহযোগিতায় সবাইকে এগিয়ে আসতে হবে। তিনি তাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান।
আরপি/এসআর
আপনার মূল্যবান মতামত দিন: