রাজশাহী সোমবার, ২৯শে এপ্রিল ২০২৪, ১৭ই বৈশাখ ১৪৩১

করোনা

দুর্গাপুরে সরকারি চাল পেল ৩ হাজার ২০০ পরিবার


প্রকাশিত:
২৯ মার্চ ২০২০ ০৪:০৩

আপডেট:
২৯ মার্চ ২০২০ ০৪:১৪

চাল বিতরণ কার্যক্রম- ছবি: প্রতিনিধি

রাজশাহীর দুর্গাপুরে হোম কোয়ারেন্টাইনে (গৃহবন্দী) থাকাসহ প্রান্তিক হতদরিদ্র ৩ হাজার ২০০ পরিবারের মাঝে চাল বিতরণ করা হয়েছে। জেলা ত্রাণ ও দুর্যোগ শাখা থেকে প্রাপ্ত এ চাল প্রতি পরিবারকে ১০ কেজি করে দেওয়া হয়েছে।

আজ শনিবার সকালে উপজেলার ১টি পৌরসভা ও ৭টি ইউনিয়নে এ চাল বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মহসীন মৃধা।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বেলাল হোসাইন, নওপাড়া ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, কিসমত গণকৈড় ইউপি চেয়ারম্যান আফসার আলী মোল্লা, ঝালুকা ইউপি চেয়ারম্যান মোজাহার আলী মন্ডল, মাড়িয়া ইউপি চেয়ারম্যান হাসান ইমাম ফারুক সুমন, জয়নগর ইউপি চেয়ারম্যান সমসের আলী প্রমুখ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মহসীন মৃধা বলেন, জেলা প্রশাসক কর্তৃক বরাদ্দকৃত ৩২ টন চাল উপজেলার ৩ হাজার ২০০ পরিবারকে ১০ কেজি করে পৌঁছে দেওয়া হয়েছে। করোনা ভাইরাস মোকাবেলায় মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি মোতাবেক প্রান্তিক জনগোষ্ঠীর কাছে এই খাদ্য সহায়তা পৌঁছানো হয়েছে। তিনি বলেন, করোনা মোকাবেলায় উপজেলা প্রশাসন, থানার পুলিশ ও কিছু স্বেচ্ছাসেবী সংগঠন নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এছাড়াও করোনা মোকাবেলায় সবাইকে সচেতন হওয়ার প্রতি আহ্বান জানান ইউএনও।

 

আরপি/এসআর



আপনার মূল্যবান মতামত দিন:

Top