রাজশাহী শনিবার, ১৫ই মার্চ ২০২৫, ২রা চৈত্র ১৪৩১

কেশরহাটে করোনা সংক্রমণরোধে জীবানুনাশক স্প্রে


প্রকাশিত:
২৮ মার্চ ২০২০ ০৬:৩৭

আপডেট:
২৮ মার্চ ২০২০ ০৬:৩৭

কেশরহাট পৌর এলাকার সড়কে জীবাণুনাশক স্প্রে করা হয়
 
রাজশাহীর মোহনপুর উপজেলার কেশরহাট পৌরসভার উদ্যোগে নোভেল করোনা ভাইরাস প্রতিরোধ ও সংক্রমণরোধে সড়কে জীবাণুনাশক স্প্রে করা হয়েছে। শুক্রবার বেলা ১১টার দিকে পৌর মেয়র শহিদুজ্জামান শহিদ উপস্থিত থেকে স্প্রে কার্যক্রম শুরু করেন।
 
এদিন সড়ক, বাসা-বাড়ি, বিভিন্ন প্রতিষ্ঠানের সামনে, রাস্তার আনাচে-কানাচে এবং উন্মুক্ত স্থানে ওয়াটার ব্রাউজারের সাহায্যে তরল জীবাণুনাশক স্প্রে করা হয়।
 
পৌরসভাকে জীবানুমুক্ত রাখতে কেশরহাট পৌরসভা অফিস, পৌর এলাকার রাজশাহী-নওগাঁ মহাসড়ক,কেশরহাট বাসস্ট্যান্ড হতে হরিদাগাছী সড়কসহ প্রতিটি ওয়ার্ডের সর্বত্রই কাউন্সিলরদের তত্বাবধানে এ কার্যক্রম চলবে বলে জানান পৌর মেয়র শহিদুজ্জামান শহিদ। এছাড়াও করোনা ভাইরাস প্রতিরোধে ও সংকটপূর্ণ পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুতি রয়েছে বলেও জানান তিনি। 
 
এ সময় উপস্থিত ছিলেন কেশরহাট পৌরসভার প্যানেল মেয়র ও কাউন্সিলর রুস্তম আলী প্রামানিক, রোকমত জামান টিটু প্রমূখ।
 
উল্লেখ্য, করোনা সংক্রমণরোধে সরকারি নির্দেশনা মেনে বাড়িতেই অবস্থান করছেন বেশিরভাগ মানুষ।  প্রায় জনমানবশূন্য উপজেলার বিভিন্ন রাস্তাঘাট, হাট-বাজার। এছাড়াও পৌর এলাকার রাস্তাঘাট ঘুরে মানুষের আনোগোনা খুবই কম লক্ষ্য করা গেছে।
 
 
আরপি/ এএন


আপনার মূল্যবান মতামত দিন:

Top