রাজশাহী বৃহঃস্পতিবার, ৩রা এপ্রিল ২০২৫, ২১শে চৈত্র ১৪৩১

রাজশাহীতে জুম্মার নামাযে বয়স্ক, শিশু ও বিদেশ ফেরতদের না আসার অনুরোধ


প্রকাশিত:
২৭ মার্চ ২০২০ ১৮:৫৪

আপডেট:
২৭ মার্চ ২০২০ ১৯:০৮

প্রতীকি ছবি

করোনা সচেতনতায় জুম্মার নামাযে বয়স্ক, শিশু ও বিদেশ ফেরতদের মসজিদে না আসার অনুরোধ করে নগরীর প্রায় মসজিদে ঘোষণা দেওয়া হয়েছে।

আজ ২৭ মার্চ শুক্রবার ঘোষণায় বলা হয়, বৃদ্ধ, শিশু, বিদেশ ফেরত ও যাদের সর্দি, কাশি, ফ্লু আছে তারা মসজিদে আসবেন না। ঘোষণায় আরো বলা হয়, আজ জুম্মার নামাজে ১.১৫ মিনিটের মধ্যে মসজিদে আসবেন এবং ১.৩০ মিনিটের মধ্যে নামাজ শেষ করা হবে।

এদিকে, রাজশাহী জেলা প্রশাসক হামিদুল হক তার ফেসবুক পেজের মাধ্যমে বিভিন্ন সচেতনতামূলক বার্তা প্রেরণ করছেন। তিনি মসজিদে জুতা বা স্যান্ডেল নিয়ে ঠুকতে নিষেধ করেছেন।

এছাড়া, তাবলীগ জামাতের লোকজনকে নির্ধারিত মসজিদ থেকে বের না হতে অনুরোধ জানিয়েছেন।

 

 

আরপি/এমএএইচ

 



আপনার মূল্যবান মতামত দিন:

Top