মোহনপুরে করোনা জনসচেতনতায় মাঠে পুলিশের বিশেষ টিম

রাজশাহীর মোহনপুরে করোনা ভাইরাস প্রতিরোধ ও এর সংক্রমনরোধে জনসচেনতা বাড়াতে অভিযানে নেমেছে মোহনপুর থানা পুলিশ। বৃহস্পতিবার (২৬ মার্চ) উপজেলার কেশরহাট, শ্যামপুর, গোছা, মৌগাছি,ধুরইল, ধোপাঘাটা, পাকুড়িয়া, কুঠিবাড়ীসহ বিভিন্ন হাট বাজারে অভিযান চালায়।
দিনব্যাপি এই অভিযানে নেতৃত্ব দেন মোহনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাক আহম্মেদ। এসময় নিষেধাজ্ঞা উপেক্ষা করে খুলে রাখা দোকানপাট বন্ধ করে দেওয়া হয়। এছাড়াও হ্যান্ডমাইকে সাধারণ মানুষজনকে ঘরে থাকতে ও নিরাপদ সামাজিক দুরত্ব বজায় রেখে মাস্ক ব্যবহারের তাগিদ দেন ওসি।
জেলা পুলিশের বিশেষ করোনা প্রতিরোধ টিমের সাথে থানা পুলিশের সদস্যদের নিয়ে অভিযানে যোগ দেন মোহনপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মাহাবুর রহমান।
মোহনপুর থানার ওসি মোস্তাক আহম্মেদ জানান, দেশব্যাপী করোনাভাইরাস বিস্তাররোধে সরকারের নির্দেশনা অনুযাযী পুলিশের এ অভিযান অব্যাহত থাকবে।
আরপি/ এএন
আপনার মূল্যবান মতামত দিন: