মোহনপুরে জাতীয় দিবস ও মহান স্বাধীনতা দিবসে পতাকা উত্তোলন

রাজশাহীর মোহনপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে সীমিত পরিসরে উদযাপিত হয়েছে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস দিবস। করোনা ভাইরাস সংক্রমণরোধে স্বাধীনতা দিবস উদযাপনের সকল কর্মসূচি আগেই বাতিল করেছেন উপজেলা প্রশাসন।
বৃহস্পতিবার সকাল ৯টার দিকে উপজেলা প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীতের মাধ্যমে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস সংক্ষিপ্ত পরিসরে উদযাপন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার সানওয়ার হোসেন, সহকারি কমিশনার (ভূমি) জাহিদ বিন কাশেম ও থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাক আহম্মেদ উপস্থিত থেকে পতাকা উত্তোলন করেন।
এসময় নিরাপদ সামাজিক দুরত্ব বজায় রেখে স্বল্পসংখ্যক কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
আরপি/ এএন
আপনার মূল্যবান মতামত দিন: