কমছে রাজশাহীর পদ্মার পানি

বেশকিছু দিন ধরে বাড়তে থাকার পর রাজশাহীতে পদ্মা নদীর পানি কমতে শুরু করেছে।
পানি উন্নয়ন বোর্ড (পাউবো) বলছে, তাদের কাছে যে পূর্বাভাস রয়েছে, সে অনুযায়ী নদীর পানি স্থিতিশীল হয়ে আসছে। তাই এখন আর বন্যার ভয় নেই। তবে পদ্মার পানি কমার গতি একটু বেশি থাকার কারণে কিছু এলাকায় ভাঙন দেখা দিতে পারে।
রাজশাহী পাউবোর গেজ রিডার এনামুল হক জানান, শুক্রবার সন্ধ্যা ৬টা পর্যন্ত আগের ২৪ ঘন্টায় ৩০ সেন্টিমিটার পানি কমেছে। সন্ধ্যায় পানির উচ্চতা ছিল ১৬ দশমিক ১৯ সেন্টিমিটার। এ দিন দুপুর ১২টায় রাজশাহীর বড়কুঠি পয়েন্টে পানির উচ্চতা ছিল ১৬ দশমিক ২৬ সেন্টিমিটার। সকাল ৬টায় পানির উচ্চতা ছিল ১৬ দশমিক ৩৪ সেন্টিমিটার। এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় পানির উচ্চতা ছিলো ১৬ দশমিক ৪৯ সেন্টিমিটার।
আরপি/এমএইচ
আপনার মূল্যবান মতামত দিন: