রাজশাহী মঙ্গলবার, ২৬শে আগস্ট ২০২৫, ১২ই ভাদ্র ১৪৩২

রাজশাহীতে কোয়ারেন্টাইনে মোট ২১০ জন


প্রকাশিত:
২৩ মার্চ ২০২০ ২০:৩১

আপডেট:
২৬ আগস্ট ২০২৫ ০৭:৪৮

প্রতীকি ছবি

রাজশাহীতে গত ২৪ ঘন্টায় আরো ৮৩ জনকে কোয়ারেন্টাইনে নেয়া হয়েছে। আজ সোমবার দুপুরে রাজশাহী সিভিল সার্জন ডা. এনামুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, করোনা ভাইরাসের কারণে গত ২৪ ঘন্টায় হোম কোয়ারেন্টাইনে নেয়া হয়েছে আরো ৮৩ জনকে। এর মধ্যে ছাড়া পেয়েছেন ২১ জন।


এতে সবমিলিয়ে রাজশাহীতে বর্তমানে ২১০ জন হোম কোয়ারেন্টাইনে আছেন বলে জানান তিনি।

বিশ্বব্যাপী প্রাণঘাতী করোনাভাইরাসে এ পর্যন্ত ১৪ হাজারের বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। এতে আক্রান্ত হয়ে বাংলাদেশেও তিনজনের মৃত্যু হয়েছে। এছাড়া দেশে মোট ২৭ জন এতে আক্রান্ত হয়েছেন।

 

আরপি/এসআর



আপনার মূল্যবান মতামত দিন:

Top