গোদাগাড়ীতে চর থেকে অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার

রাজশাহীর গোদাগাড়ীতে পদ্মা নদীর ধারে বালির চর থেকে অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছেন গোদাগাড়ী মডেল থানা পুলিশ।
উদ্ধারকৃত ওই ব্যক্তির মরদেহ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করবে পুলিশ বলে জানা যায়।
গোদাগাড়ী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) খাইরুল ইসলাম জানান, রবিবার সকালে মাটিকাটা ইউনিয়নের দেওয়ানপাড়া সিডির মোড় গ্রামে পদ্মার চরে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ দেখতে পায় স্থানীয় গ্রামবাসী।
পরে ঘটনাস্থল থেকে পুলিশ ওই অজ্ঞাত ব্যাক্তির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করে।
আরপি/ এআর
বিষয়: গোদাগাড়ীতে অজ্ঞাত লাশ
আপনার মূল্যবান মতামত দিন: