করোনায় উধাও রাজশাহীর হ্যান্ড স্যানিটাইজার

করোনা ভাইরাস আতঙ্কে রাজশাহী শহর থেকে উধাও হয়ে গেছে হ্যান্ড স্যানিটাইজার। রাজশাহীর কোন ফার্মেসিতে মিলছেনা হ্যান্ড স্যানিটাইজার। গত শুক্রবার সন্ধ্যা ও আজ সকালে শহরের বিভিন্ন স্থান ঘুরে এ চিত্র দেখা গেছে। তবে সাহেব বাজারের খন্দকার ষ্টোর নামে এক দোকানে হ্যান্ড স্যানিটাইজার পাওয়া যাচ্ছে। তবে তার দাম নিচ্ছে ৯৫ টাকা ।
কয়েকটি ফার্মেসির বিক্রেতারা জানান, কোম্পানির সরবরাহের সঙ্গে সঙ্গে তাদের সব হ্যান্ড স্যানিটাইজার বিক্রি হয়ে যাচ্ছে। রাজশাহীতে গত রোববার থেকে থেকে হঠাৎ চাহিদা বাড়ায় শেষ হয়ে যায় হ্যান্ড স্যানিটাইজার।
কোম্পানি থেকে চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় তারা হ্যান্ড স্যানিটাইজার বিক্রি করতে পারছেন না। খালি হাতে ফিরতে হচ্ছে ক্রেতাদের।
ফার্মেসিগুলোতে কোনো প্রকার মাস্কও মিলছেনা। তবে ফুপপাতে পর্যাপ্ত পরিমাণে মাস্ক থাকলেও দাম নিচ্ছে তিন গুণ।
শফিক বলেন, আমি বিকেল হ্যান্ড স্যানিটাইজার কিনতে বের হয়েছি। কিন্তু কোনো ফার্মেসিতে পাইনি। কবে পাবো সেটাও বলতে পারছেন না ব্যবসায়ীরা।
অনেক ক্রেতার অভিযোগ, বিভিন্ন সময়ে দুর্যোগ দেখা দিলে একটি অসাধু চক্র জরুরি জিনিসপত্র মজুত করে, দাম বাড়িয়ে দেয়। আর এখন সেই সুযোগ গ্রহণ করছেন কিছু অসাধু ব্যবসায়ীরা।
আরপি/এমএএইচ
বিষয়: করোনা রাজশাহী হ্যান্ড স্যানিটাইজার
আপনার মূল্যবান মতামত দিন: