রাজশাহী শুক্রবার, ২৬শে এপ্রিল ২০২৪, ১৩ই বৈশাখ ১৪৩১

মোহনপুরে ভাইরাস প্রতিরোধে জেলা প্রশাসকের লিফলেট বিতরণ


প্রকাশিত:
২১ মার্চ ২০২০ ০১:৫১

আপডেট:
২৬ এপ্রিল ২০২৪ ০৪:৩৭

জেলা প্রশাসক হামিদুল হকের কেশরহাট বাজারে লিফলেট বিতরণ

রাজশাহীর মোহনপুরে নোবেল করোনা ভাইরাস প্রতিরোধে উপজেলার কেশরহাট বাজারে লিফলেট বিতরণ করেছেন জেলা প্রশাসক হামিদুল হক। শুক্রবার বিকাল ৪ টার সময় মোহনপুর উপজেলা প্রশাসন,কেশরহাট পৌর মেয়রকে সাথে নিয়ে বাজারের দোকানী,পথচারীদের মাঝে লিফলেট বিতরণ ও মাইকিং করা হয়।

করোনা ভাইরাস প্রতিরোধে করণীয় মাইকিং এ এলাকার জনগন,দোকানী ও পথচারীদের হ্যান্ড স্যানিটাইজার দিয়ে কিছুক্ষণ পরপর হাত ধোয়া,হাঁচি,কাশিতে সব সময় রুমাল ব্যবহার,যেখানে সেখানে থুথু না ফেলার জন্য জনগণকে আহবান জানান হয়েছে ।

লিফলেট বিতরণের সময় জেলা প্রশাসকের সাথে ছিলে অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক)শরিফুল ইসলাম,এনডিসি রিফাতুল ইসলাম, কেশরহাট পৌর মেয়র শহীদুজ্জামান শহীদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মেহেবুব হাসান রাসেল, সানজিদা রহমান রিক্তা, উপজেলা নির্বাহী অফিসার সানওয়ার হোসেন, সহকারী কমিশনার ভূমি জাহিদ বিন কাশেম,উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা: নাদিম মোস্তফা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বিপুল কুমার মালাকার, আমার বাড়ি আমার খামারের কর্মকর্তা কামরুজ্জামান পলাশ, সমাজসেবা কর্মকর্তা, জেলা পরিষদ সদস্য শফিকুল মাস্টার, থানার সেকেন্ড অফিসার এসআই মাহাবুর রহমান, পৌর প্যানেল মেয়র রুস্তম আলী প্রামানিক, পৌর আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক শাহিনুর রহমান শাহিন সহ কেশরহাট পৌরসভার কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন।

 

আরপি/এমএএইচ



আপনার মূল্যবান মতামত দিন:

Top