রাজশাহী সোমবার, ৫ই জানুয়ারী ২০২৬, ২৩শে পৌষ ১৪৩২

রাজশাহীতে

বাসের চাপায় অটোরিকশা যাত্রী নিহত, আহত ৩


প্রকাশিত:
১৫ মার্চ ২০২০ ০৫:৩০

আপডেট:
৫ জানুয়ারী ২০২৬ ০৮:০৮

রাজশাহী কাটাখালীতে বাস চাপায় ১জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। আজ শনিবার রাত ৮টার দিকে নগরের মতিহার থানার চৌদ্দপাই এলাকায় রাজশাহী বিশ্ববিদ্যালয় ফায়ার সার্ভিসের সামনে এ ঘটনা ঘটে।

মতিহার থানার ওসি এসএম মাসুদ পারভেজ জানান, রাজশাহী থেকে নাটোরগামী একটি বাস অটোরিকশাকে পেছন থেকে ধাক্কা দিয়ে প্রায় হাফ কিলোমিটার এলাকা টেনে নিয়ে যায়। এতে ঘটনাস্থলে একজন মারা যান।

এসময় আহত হন অটোরিকশার আরও তিন যাত্রী। পরে দমকল কর্মীরা গিয়ে তাদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। প্রাথমিকভাবে হতাহতদের পরিচয় পাওয়া যায়নি বলে জানান তিনি।

 

আরপি/এমএএইচ

 



আপনার মূল্যবান মতামত দিন:

Top