রাজশাহী মঙ্গলবার, ২৬শে আগস্ট ২০২৫, ১২ই ভাদ্র ১৪৩২

রামেক হাসপাতালে ভারতীয় নাগরিকের মৃত্যু


প্রকাশিত:
১১ মার্চ ২০২০ ২৩:৫৭

আপডেট:
২৬ আগস্ট ২০২৫ ০৮:২৭

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে বিপ্লব কুণ্ডু (৫০) নামে এক ভারতীয় নাগরিকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাতে তাকে হাসপাতালে নিয়ে আসা হয়। পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিপ্লব কুণ্ডু নওগাঁর মান্দা উপজেলায় শ্যালক মিন্টু কুণ্ডুর বাড়ি বেড়াতে এসেছিলেন।

চিকিৎসকরা জানিয়েছেন, হৃদরোগে আক্রান্ত হয়ে বিপ্লব কুণ্ডু নামে ওই ভারতীয় নাগরিকের মৃত্যু হয়েছে। বিপ্লব ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুরের বিশ্বাসপাড়া নারায়ণপুর গ্রামের মৃত বিমল কুণ্ডুর ছেলে। পেশায় তিনি ব্যবসায়ী। তার লাশ রামেকের মর্গে রাখা হয়েছে।

স্বজনরা জানান, গত ৯ মার্চ সপরিবারে শ্যালকের বাড়ি বেড়াতে আসেন বিপ্লব কুণ্ডু। মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে তিনি বুকে ব্যথা অনুভব করেন। এরপর স্বজনরা তাকে দ্রুত এই হাসপাতালে নিয়ে আসেন।

এদিকে রাজপাড়া থানার ওসি শাহাদত হোসেন খান বলেন, এর জন্য কিছু প্রক্রিয়া আছে। সেগুলো সম্পন্ন করতে হবে আগে। এরপর ময়নাতদন্ত করে মৃত ব্যক্তির লাশ হস্তান্তর করা হবে স্বজনদের কাছে। 

 

আরপি/এমএএইচ



আপনার মূল্যবান মতামত দিন:

Top