রাজশাহী শনিবার, ২৭শে এপ্রিল ২০২৪, ১৫ই বৈশাখ ১৪৩১

লোকাল বাসে না উঠে, মেইল বাসে উঠুন: রাজশাহী জেলা প্রশাসক


প্রকাশিত:
১০ মার্চ ২০২০ ০৩:১৫

আপডেট:
১০ মার্চ ২০২০ ০৫:২৬

রাজশাহী জেলা প্রশাসক হামিদুল হক

 

মাদক, বাল্য বিবাহ, ইভটিজিং, যৌতুক, পারিবারিক সহিংসতা রোধে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন রাজশাহী জেলা প্রশাসক মো. হামিদুল হক।

রাজশাহীর মোহনপুর উপজেলার মৌগাছি ইউনিয়নের বসন্তকেদার সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে দুপুর ১২ টার দিকে উপজেলা তথ্যকেন্দ্র ও ‘তথ্য আপা’দের আয়োজনে বিশেষ উঠান বৈঠক প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

জেলা প্রশাসক তার বক্তব্যে উঠান বৈঠকে আগত গ্রামীণ তৃণমূল মহিলাদের শিক্ষা, স্বাস্থ্য, আইন, ব্যবসা, জেন্ডার, কৃষিসহ আধুনিক প্রযুক্তির ব্যবহার সম্পর্কে অবহিত করেন। নাগরিকদের মান উন্নয়নে তথ্য অফিসের মাধ্যমে সকল সেবা জনগনের দোড় গোড়ায় পৌঁছে দেওয়ার জন্য বর্তমান সরকার বদ্ধ পরিকর বলে মন্তব্য করেন তিনি।

উপজেলা তথ্যসেবা কর্মকর্তা নুরুন নাহারের পরিচালনায় উঠান বৈঠকে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সানওয়ার হোসেন।

এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লসমী চাকমা, উপজেলা সহকারী কমিশনার ভূমি জাহিদ বিন কাশেম, মোহনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাক আহম্মেদ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মুকতাদির আহম্মেদ, বসন্তকেদার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কাশেম সরকার, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মুরশেদ আলম, তথ্যসেবা সহকারি শাহিনা খাতুন, রোজুফা আক্তার, ইউপি সদস্য মেজর, নুরফুন নাহার প্রমূখ।

উঠান বৈঠক শেষে জেলা প্রশাসক মৌগাছি ইউনিয়ন পরিষদ, হরিহরপুর ভূমি অফিস, উপজেলা ভূমি অফিস, উপজেলা পরিষদের চলমান কাজ ও সরকারী বিভিন্ন উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করেন ।

আরোও পড়ুন: রাজশাহীতে করোনা: কোয়ারেন্টাইন সেন্টার হবে তিন স্টেডিয়াম 

 

 

আরপি/এমএইচ



আপনার মূল্যবান মতামত দিন:

Top