রাজশাহী রবিবার, ৩১শে আগস্ট ২০২৫, ১৭ই ভাদ্র ১৪৩২

রাজশাহীতে জাতীয় পাট দিবস পালিত


প্রকাশিত:
৬ মার্চ ২০২০ ২০:৪২

আপডেট:
৩১ আগস্ট ২০২৫ ২৩:৩৮

রাজশাহীতে জাতীয় পাট দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে আজ শুক্রবার সকাল ৯টার দিকে ‘সোনালী আঁশের সোনার দেশ, মুজিববর্ষে বাংলাদেশ’-এ প্রতিপাদ্যকে সামনে রেখে নওহাটা জুট মিলের আয়োজনে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।


শোভাযাত্রাটি রাজশাহী জুট মিলের সামনে থেকে শুরু হয়ে বিভিন্ন প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে পুনরায় জুটমিল গেটে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

শোভাযাত্রায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য আয়েন উদ্দিন।

এছাড়া অনুষ্ঠানে অন্যদের মধ্যে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের চেয়ারম্যান সিনিয়র সচিব রইসুল আলম মণ্ডল, পবা উপজেলা পরিষদের চেয়ারম্যান মনসুর রহমান ও জুট মিলের চেয়ারম্যানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

আরপি/এমএএইচ



আপনার মূল্যবান মতামত দিন:

Top