সড়ক দুর্ঘটনায় বাগমারায় দাদা-নাতি নিহত

রাজশাহীর বাগমারা উপজেলায় বাসের নিচে চাপা পড়ে এক বৃদ্ধ ও তার নাতি নিহত হয়েছেন। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে বাগমারার মুরারীপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- জাবেদ আলী (৬৬) এবং তার নাতি মো. আবদুল্লাহ (৭)। মুরারীপুর গ্রামেই তাদের বাড়ি। জাবেদ ব্যাটারিচালিত ভ্যানচালক। দাদার ভ্যানে চেপে যাচ্ছিল শিশু আবদুল্লাহ।
আরোপড়ুন: নারী দিবস উপলক্ষে নগরীতে সমাবেশ
বাগমারা থানার ওসি আতাউর রহমান জানান, বাগমারার ভবানীগঞ্জ থেকে আত্রাইগামী একটি বাস ভ্যানটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে বাসের নিচে চাপা পড়ে দাদা-নাতি ঘটনাস্থলেই নিহত হন।
ভ্যানে অন্য কোনো যাত্রী ছিল না। দুর্ঘটনার পর স্থানীয়রা ঘাতক বাসটিকে আটক করেছেন। আটক করেছেন বাসচালককেও। তবে পালিয়েছেন চালকের সহয়োগী।
ওসি জানান, দুর্ঘটনার পর মরদেহ দুটি উদ্ধার করে থানায় নেয়া হয়েছে। ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হবে। এ নিয়ে থানায় মামলা হবে বলেও জানান ওসি।
আরপি/এসআর
বিষয়: বাগমারা সড়ক দুর্ঘটনা নিহত
আপনার মূল্যবান মতামত দিন: