বাঘায় কলেজ ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার

রাজশাহীর বাঘায় এক কলেজ ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সকাল ১১ টায় বাড়ির পাশের আমগাছ থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। তার নাম তানভীর আহম্মেদ(২২) । সে উপজেলার কলিগ্রাম এলাকার জাফর ইকবালের ছেলে ও শাহদৌলা সরকারি কলেজের ডিগ্রীর ছাত্র।
পুলিশ জানায়, সে মাদক সেবনে আসক্ত ছিলো। পরিবারের নিষেধ অমান্য করে প্রায়শঃ মাদক সেবন করতো। পরিবার থেকে তাকে শাসন করায় আত্নহত্যার পথ বেছে নিয়েছে। সকাল ৮টার দিকে প্রতিবেশি এক গৃহবধূ বাড়ির পাশের এক আম গাছে গলায় মাফলার জড়ানো তানভিরের ঝুলন্ত লাশ দেখতে পায়। পুলিশকে জানানোর পর লাশ উদ্ধার করা হয়।
বাঘা থানার অফিসার ইনচার্জ(ওসি) নজরুল ইসলাম জানান, লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করা হয়েছে। ময়না তদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
আরপি/ এমএএইচ
বিষয়: লাশ উদ্ধার কলেজ ছাত্র বাঘা
আপনার মূল্যবান মতামত দিন: