রাজশাহী শনিবার, ৪ঠা মে ২০২৪, ২১শে বৈশাখ ১৪৩১

রাজশাহীতে রাস্তার পাশে পাওয়া গেল রক্তাক্ত কাটা পা


প্রকাশিত:
২৬ ফেব্রুয়ারি ২০২০ ০৮:২৯

আপডেট:
৪ মে ২০২৪ ০৩:৩২

ছবি: উদ্ধারকৃত কাটা পা

রাজশাহী মহানগরীর ডিঙ্গাডোবা এলাকায় রাস্তার পাশে রক্তাক্ত অবস্থায় কাটা একটি পা উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে স্থানীয় পথচারীদের নজরে আসলে পুলিশকে জানানো হয়। বেলা সাড়ে ১১টার দিকে নগরীর রাজপাড়া থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে পড়ে থাকা কাটা পা উদ্ধার করে।

তবে এটি কার এবং কারা ফেলে রেখে গেছে, সেই বিষয়ে কোন তথ্য মিলছে না। এনিয়ে স্থানীয়দের মধ্যে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পু্লশি বলছে- বিষয়টি নিয়ে তদন্ত চলছে। দ্রুত ক্লু উদ্ধার করা হবে।

স্থানীয় কয়েকজন বাসিন্দা নাম-পরিচয় প্রকাশ না করার শর্তে জানান, ডিঙ্গাডোবা এলাকার ওই রাস্তাটির সংস্কার কাজ চলছে। সকালে পথচারীরা হাটতে বের হয়ে নিচু স্থানে একটি প্লাস্টিকের ব্যাগের উপরে কাটা পা পড়ে থাকতে দেখে। বিষয়টি জানাজানি হলে পরে পুলিশকে জানানো হয়।

নগরীর রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাত হোসেন খান বলেন, ‘এখনও এ বিষয়ে কোনো ক্লু পাওয়া যায় নি। যেটুকু ধারণা করা হচ্ছে- কেউ হয়তো কাটা পা সেখানে ফেলে রেখে গেছে। কারণ আশেপাশে বা রাজশাহী জেলায়ও এ ধরণের কোনো ঘটনার খবর মেলেনি।’

তিনি বলেন, ‘আমরা ওই কাটা পা উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছি। ঘটনায় থানা একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হবে।’

 

 

আরপি/এমএইচ


বিষয়: রাজশাহী


আপনার মূল্যবান মতামত দিন:

Top