এএসআই মাইনুলের প্রচেষ্টায়
রাজশাহীতে পিস্তলসহ তিন যুবক গ্রেফতার

রাজশাহী নগরীতে অস্ত্রসহ তিন যুবককে গ্রেফতার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে শিরোইল পুলিশ ফাঁড়ির এএসআই তার সঙ্গীয় ফোর্স নগরীর কাদিরগঞ্জ সংলগ্ন সান ডায়াল কোচিং এর সামনে থেকে তাদেরকে আটক করে। এসময় তাদের আঘাতে এএসআই মাইনুল আহত হয়েছেন।
পুলিশ জানায়,শিরোইল পুলিশ ফাঁড়ির এএসআই তার সঙ্গীয় ফোর্স নিয়ে কাদিরগঞ্জ এলাকায় ডিউটির সময় তিন যুবককে রিকশায় বাজারের যেতে দেখেন। প্রাথমিকভাবে তাদের সন্দেহ হওয়ায় রিকশা থামিয়ে দেহ তল্লাশী করে তাদের কাছে একটি ছুরি পাওয়া যায়। ছুরি কেন রেখেছে জিজ্ঞাসা করা মাত্র তাদের একজন এএসআই মাইনুলকে আঘাত করে। এতে তার হাতের আঙ্গুলে কেটে যায়। পরে ওই যুবকরা পালানোর চেষ্টা করলে পুলিশ সদস্যদের প্রচেষ্টায় তাদেরকে আটক করা হয়। পুনরায় দেহ তল্লাশী করে তাদের কাছে আরও একটি পিস্তল ও ম্যাগাজিন পাওয়া গেছে বলেও পুলিশ জানিয়েছে।
তবে প্রাথমিকভাবে তিন যুবকের পরিচয় জানা যায়নি। পরে তাদেরকে বোয়ালিয়া মডেল থানায় নিয়ে যাওয়া হয়েছে।
আরপি/আআ
বিষয়: রাজশাহী পিস্তল যুবক গ্রেফতার
আপনার মূল্যবান মতামত দিন: