রাজশাহী সোমবার, ১২ই জানুয়ারী ২০২৬, ৩০শে পৌষ ১৪৩২

চারঘাটে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান


প্রকাশিত:
১৭ ফেব্রুয়ারি ২০২০ ০৩:৫৭

আপডেট:
১২ জানুয়ারী ২০২৬ ১৫:১৫

ছবি: অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানে উপজেলা প্রশাসন

রাজশাহীর চারঘাটে  অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানে মাঠে নেমেছে উপজেলা প্রশাসন। আজ রোববার দুপুরে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে উপজেলার সারদা বাজারে ১২ টি অবৈধ দোকানপাট উচ্ছেদ করেন ভ্রাম্যমান আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার (ভুমি) আনিছুর রহমান।

দীর্ঘদিন ধরে উপজেলার সারদা বাজারে সরকারী জায়গা দখল করে দোকানপাট বসিয়ে ছিলেন এক শ্রেণীর প্রভাবশালী চক্র। পৌর কর্তপক্ষ একাধিকবার অবৈধ দোকানপাট তুলে নিতে দোকান মালিকদের অনুরোধ করলেও অবৈধ দোকান মালিকরা কর্নপাত করেনি।

সর্বশেষ রোববার সকালে পৌর কর্তৃপক্ষ ড্রেন নির্মানের কাজ শুরু করলে অবৈধ দখলদাররা তাতে বাধা দেয় । এসময় ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট উপজেলা সহকারী কমিশনার (ভুমি) আনিছুর রহমানের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পরিচালনার সময় অবৈধ দখলদাররা দোকানপাট বন্ধ করে পালিয়ে যায়। পরে অবৈধ দোকানপাট ভেঙ্গে গুড়িয়ে দেয়া হয়। ভ্রাম্যমান আদালতের বিচারক আনিছুর রহমান বলেন, সরকারী জায়গা দখল করে এক শ্রেণীর লোক দোকানপাট তৈরী করেছিল। তাদের দোকানপাট সরিয়ে নিতে পৌর কর্তৃপক্ষ একাধিবার নোটিশ জারি করলেও তারা কর্নপাত করেনি। তাই বাধ্য হয়ে এ অভিযান পরিচালনা করতে হয়েছে।

আরপি/আআ



আপনার মূল্যবান মতামত দিন:

Top