রাজশাহীতে তথ্য ও প্রযুক্তি পরীক্ষায় অনুপস্থিত ৬৮৫ জন

রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীন অনুষ্ঠিত মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষায় তথ্য ও প্রযুক্তিতে ৬৮৫ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। এদিন তথ্য ও প্রযুক্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
এদিকে, বুধবার রাজশাহী বিভাগের আট জেলা থেকে রাজশাহী শিক্ষাবোর্ডে অধীনে, এ বছর এসএসসি পরীক্ষায় মোট পরীক্ষার্থীর সংখ্যা ২ লাখ ১ হাজার ৮৬ জন। এর মধ্যে ছাত্র ১ লাখ ৪ হাজার ৪২৩ জন। ছাত্রী ৯৬ হাজার ৬৬৩ জন। বোর্ডে এবার নিয়মিত পরীক্ষার্থীর সংখ্যা মোট ১ লাখ ৮৭ হাজার ৪৩৭ জন। এর মধ্যে অংশ নেয় ১ লাখ ৮৬ হাজার ৭৫২ জন। এদের মধ্যে এ দিন ৬৮৫ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়নি।
এর মধ্যে রাজশাহী জেলায় ১২৫ জন, চাঁপাইনবাবগঞ্জে ৩০ জন, নাটোরে ৭৬ জন, নওগাঁয় ১১১ জন, পাবনায় ১১১ জন, সিরাজগঞ্জে ১১৯ জন, বগুড়ায় ১০১ জন এবং জয়পুরহাটে ১২ জন শিক্ষার্থী অনুপস্থিত ছিলো। রাজশাহী বোর্ডের অধীনে থাকা আট জেলায় এবার পরীক্ষা কেন্দ্রের সংখ্যা ২৬০টি বলে জানা যায়।
আরপি/এমএইচ
বিষয়: এসএসসি রাজশাহী রাজশাহী শিক্ষাবোর্ড
আপনার মূল্যবান মতামত দিন: