রাজশাহী বৃহঃস্পতিবার, ২৮শে মার্চ ২০২৪, ১৫ই চৈত্র ১৪৩০

রাজশাহীতে পুলিশের নিয়মিত মাদক বিরোধী অভিযানে আটক ৮৩


প্রকাশিত:
১৩ ফেব্রুয়ারি ২০২০ ০৫:৪৩

আপডেট:
২৮ মার্চ ২০২৪ ২৩:০৩

ছবি: সংগৃহীত

রাজশাহীতে পুলিশের নিয়মিত মাদক বিরোধী অভিযানে ৮৩ জনকে আটক করা হয়েছে। উদ্ধার করা হয়েছে মাদকদ্রব্য। আজ বুধবার রাজশাহী জেলা ও মেট্রোপলিটন পুলিশের পাঠানো পৃথক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

রাজশাহী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ইফতে খায়ের আলমের পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়, জেলা পুলিশের নিয়মিত মাদক বিরোধী অভিযানে মোট ৩১ জনকে আটক করা হয়েছে। জেলার বিভিন্ন থানা ও ডিবি পুলিশ জেলার বিভিন্নস্থানে অভিযান চালিয়ে গোদাগাড়ী মডেল থানা ৬ জন, তানোর থানা ৪ জন, মোহনপুর থানা ২ জন, পুঠিয়া থানা ৬ জন, বাগমারা থানা ১ জন, দূর্গাপুর থানা ৫ জন, চারঘাট মডেল থানা ২ জন, বাঘা থানা ৫ জনকে আটক করে। যার মধ্যে ১৮ জন ওয়ারেন্টভূক্ত আসামি ও ৫ জনকে মাদকদ্রব্যসহ ৮ জনকে অন্যান্য মামলায় গ্রেফতার করা হয় ।

আরও জানানো হয়, গোদাগাড়ী মডেল থানা পুলিশ লাকড়া(৪৮) কে ২৫লিটার দেশীয় তৈরি চোলাইমদ এবং মনিরুজ্জামান ওরফে রুবেল(২৭) কে ৫গ্রাম হেরোইনসহ আটক করে। তানোর থানা পুলিশ জালাল উদ্দিন মন্ডল(৪৮) কে ১৫গ্রাম গাঁজাসহ আটক করে। মোহনপুর থানা পুলিশ আনোয়ার হোসেন রানা(৪০) কে ২৫গ্রাম গাঁজাসহ আটক করে। বাঘা থানা পুলিশ আলতাব আলী(৪২) কে ৩০পিচ ইয়াবাসহ আটক করে।

এদিকে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার গোলাম রুহুল কুদ্দুসের পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাজশাহী মহানগরীর থানা ও ডিবি পুলিশ মহানগরীর বিভিন্নস্থানে অভিযান চালিয়ে বোয়ালিয়া মডেল থানা ১১ জন, রাজপাড়া থানা ১২ জন, চন্দ্রিমা থানা ৪ জন, মতিহার থানা ৭ জন, কাটাখালী থানা ৩ জন, বেলপুকুর থানা ১ জন, শাহমখদুম থানা ১ জন, এয়ারপোর্ট থানা ২ জন, পবা থানা ১ জন, কাশিয়াডাঙ্গা থানা ৪ জন, দামকুড়া থানা ১ জন ও ডিবি পুলিশ ৫ জনকে আটক করে। যার মধ্যে ১৬ জন ওয়ারেন্টভূক্ত আসামী, ১৩ জনকে মাদকদ্রব্যসহ ও অন্যান্য অপরাধে ২৩ জনকে গ্রেফতার করা হয়েছে।

আরও জানানো হয়, বোয়ালিয়া থানা পুলিশ সালমান (২১)কে ৩৫ পিচ ইয়াবা ট্যাবলেটসহ, টুটুল (৩৫)কে ৩ গ্রাম হেরোইনসহ, আব্দুল কাইয়ুম ওরফে মিলন (৩৪)কে ৫.৫ গ্রাম হেরোইনসহ আটক করে। রাজপাড়া থানা পুলিশ স্বপন রাম(৫৮)কে ১৫ গ্রাম হেরোইনসহ আটক করে। মতিহার থানা পুলিশ আনোয়ার হোসেন ওরফে বাবু (৪০)কে ৩ গ্রাম হেরোইনসহ, সাদেকুল আলম রকসি (২৭)কে ২ বোতল ফেন্সিডিলসহ আটক করে। কাটাখালী থানা পুলিশ নুরুল আলম(৩৫)কে ৫ বোতল ফেন্সিডিলসহ আটক করে। কাশিয়াডাঙ্গা থানা পুলিশ আব্দুস সামাদ (৫০)কে ৫.২ গ্রাম হেরোইনসহ আটক করে। ডিবি পুলিশ মাসুদ রানা(৪৫)কে ৭ গ্রাম হেরোইনসহ, শাহাবুল আলম(৩৮)কে ৩ গ্রাম হেরোইনসহ, হাসনা হেনা ওরফে ঢাকানী (৫০)কে ১০০ গ্রাম গ্রাম গাঁজাসহ, রেন্টু(৩৫)কে ৫ গ্রাম হেরোইনসহ, আরাফাত আল মামুন (৩২)কে ৫ গ্রাম হেরোইনসহ আটক করে।

তাদের সকলের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানানো হয়।

 

আরপি/ডিজে



আপনার মূল্যবান মতামত দিন:

Top