রাজশাহী সোমবার, ১৮ই আগস্ট ২০২৫, ৩রা ভাদ্র ১৪৩২

রাসিক কর্মচারীদের ৩ দিনের প্রশিক্ষণ শুরু


প্রকাশিত:
৫ ফেব্রুয়ারি ২০২০ ০৬:২৯

আপডেট:
১৮ আগস্ট ২০২৫ ০৫:৪৮

ছবি: সংগৃহীত

বার্ষিক কর্মসম্পাদন চুক্তি অনুযায়ী বাৎসরিক ৬০ ঘন্টাব্যাপী প্রশিক্ষণের অংশ হিসেবে রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) কর্মচারীদের ৩দিনের প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার সকালে নগরভবনে সিটি হল সভাকক্ষে আয়োজিত এ প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. এবিএম শরীফ উদ্দিন।

রাসিকের বিভিন্ন শাখার ৩০জন কর্মচারীবৃন্দ এ কর্মশালায় অংশগ্রহণ করছে।

উদ্বোধনকালে উপস্থিত ছিলেন, রাসিকের সচিব আবু হায়াত মোঃ রহমতুল্লাহ, মাননীয় মেয়রের একান্ত সচিব মোঃ আলমগীর কবির, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সমর কুমার পাল, বাজেট কাম হিসাব রক্ষণ কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম খান।

 

আরপি/এমএএইচ

 


আপনার মূল্যবান মতামত দিন:

Top