রাজশাহী বৃহঃস্পতিবার, ৩রা এপ্রিল ২০২৫, ২১শে চৈত্র ১৪৩১

রাজশাহীতে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু


প্রকাশিত:
৫ ফেব্রুয়ারি ২০২০ ০৬:০৮

আপডেট:
৫ ফেব্রুয়ারি ২০২০ ০৬:০৯

ছবি: প্রতীকী

রাজশাহী রেলওয়ে স্টেশনে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক ব্যক্তি (আনুমানিক ৪০) নিহত হয়েছেন। আজ মঙ্গলবার সকাল পৌনে ৭টার দিকে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির পরিচয় জানাতে পারেনি পুলিশ।

রাজশাহী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ্ কামাল বলেন, অজ্ঞাত ওই ব্যক্তি রাতে প্ল্যাটফর্মে ঘুমিয়েছিলেন।

সকালে রাজশাহী থেকে খুলনার উদ্দেশ্যে সাগরদাঁড়ি এক্সপ্রেস ট্রেন ছেড়ে যাবার সময় এর নিচে কাটা পড়েন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

রাজশাহী জিআরপি থানার ওসি শাহ কামাল বলেন, সকাল ৭ টা ৪০ মিনিটে সাগরদাঁড়ি ট্রেনের নিচে কাটা পড়ে মৃত্যু হয়। নিহত ব্যক্তির মরদেহ রাজশাহী মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে। স্বজনদের সন্ধান পেতে পুলিশ কাজ করছে। আর এ নিয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে বলেও জানান।

 

আরপি/ এমএএইচ



আপনার মূল্যবান মতামত দিন:

Top