রাজশাহী সোমবার, ৬ই মে ২০২৪, ২৪শে বৈশাখ ১৪৩১

তানোরে বাস খাদে পড়ে নিহত ২, আহত ১০


প্রকাশিত:
৫ ফেব্রুয়ারি ২০২০ ০১:৪২

আপডেট:
৫ ফেব্রুয়ারি ২০২০ ০২:১৮

দুমড়ে-মুচড়ে যাওয়া বাস।

রাজশাহীর তানোরের বুড়াবুড়িতলায় যাত্রীবাহী বাস খাদে পড়ে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ১০ জন আহত হয়েছেন। আজ মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। রাজশাহী জেলা পুলিশ সুপার মো. শহিদুল্লাহ এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন- চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার টগরইল গ্রামের সলিমুদ্দিনের ছেলে হাবিবুর রহমান ও জুয়েল মন্ডলের ছেলে রিয়াজ উদ্দিন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, তানোর উপজেলার বুড়াবুড়িতলা এলাকায় ‘সাকিব পরিবহন’ নামে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই দু’জন নিহত হন। পরে স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় অন্যান্য যাত্রীদের উদ্ধার করা হয়। এসময় অন্তত ৬ জন আহত ব্যক্তিকে হাসপাতালে নেওয়া হয়। ওই বাসে প্রায় ৫০ জন যাত্রী ছিলেন বলে জানা গেছে।

তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসান জানান, খাদে পড়ে যাওয়া বাসটি উদ্ধারের চেষ্টা চলছে। গাড়ির চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি দুর্ঘটনার শিকার হয়। নিহত ব্যক্তিদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য তানোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

 

আরপি/এসআর



আপনার মূল্যবান মতামত দিন:

Top