রাজশাহীতে বন্ধুর কুড়ালের কোপে যুবক আহত

রাজশাহী নগরীতে বন্ধুর কুড়ালের কোপে এক যুবক আহত হওয়ার খবর পাওয়া গেছে। আজ বুধবার দুপুর একটার দিকে নগরীর চন্ডিপুর এলাকায় এ ঘটনা ঘটে। আহত অবস্থায় রবিন (২৬) নামের ওই যুবককে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত রবিন চন্ডিপুর এলাকার ইয়াসিন আলীর ছেলে। বর্তমানে রবিন রামেকের ৩১ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে।
স্থানীয়রা জানিয়েছে ,রবিনের সাথে তার বন্ধুদের মোবাইল নিয়ে একটা বিরোধ চলছিল। আজ দুপুরে কয়েকজন বন্ধুর সাথে মারামারি লাগলে বন্ধুরা রবিনকে চাইনিজ কুড়াল দিয়ে কুপিয়ে জখম করে । স্থানীয়দের ধারণা সেই মোবাইলের সূত্র ধরে এই ঘটনা ঘটতে পারে।
রাজপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহাদাত হোসেন খান বলেন, বিষয়টি তার জানা নেই। তবে খোঁজ নিয়ে দেখা হবে।
আরপি/ আআ
বিষয়: রাজশাহী কুড়ালের কোপ যুবক আহত
আপনার মূল্যবান মতামত দিন: