কাবাডি চাম্পিয়নশীপ প্রতিযোগিতা
বগুড়াকে হারিয়ে বিজয়ী রাজশাহী জেলা পুলিশ দল

রাজশাহী রেঞ্জ আন্তঃজেলা পুলিশ কাবাডি চাম্পিয়নশীপ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে রাজশাহী জেলা পুলিশ লাইন্স মাঠে খেলার শেষে এ পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী রেঞ্জের ডিআইজি এ কেএম হাফিজ আক্তার বিপিএম (বার)। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী জেলার পুলিশ সুপার শহিদুল্লাহ বিপিএম, পিপিএম।
এতে অংশ নেন রাজশাহী রেঞ্জাধীন আন্ত:জেলা রাজশাহী রেঞ্জের চারটি জেলা পুলিশের কাবাডি টিম প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।
ফাইনাল খেলাতে রাজশাহী জেলা পুলিশ বনাম বগুড়া জেলা এই দুই টিম মুখোমুখি হয়। খেলায় বগুড়াকে হারিয়ে রাজশাহী জেলা পুলিশ দল বিজয়ী হয়।
আরপি/এমএএইচ
বিষয়: কাবাডি রাজশাহী জেলা পুলিশ বিজয়ী
আপনার মূল্যবান মতামত দিন: