রাজশাহী শনিবার, ৪ঠা মে ২০২৪, ২২শে বৈশাখ ১৪৩১

রাজশাহীতে নতুন ভোটার ১ লাখ ৭৮ হাজার ৬৪৫ জন


প্রকাশিত:
২১ জানুয়ারী ২০২০ ২৩:৫৪

আপডেট:
২১ জানুয়ারী ২০২০ ২৩:৫৮

নির্বাচন কমিশন ভবন

রাজশাহীতে নতুন ভোটারদের খসড়া তালিকা প্রকাশ করেছে রাজশাহী জেলা নির্বাচন অফিস কর্তৃপক্ষ। প্রতিষ্ঠানটির দেয়া তথ্য মতে হালনাগাদকৃত নতুন ভোটারের সংখ্যা এক লাখ ৭৮ হাজার ৬৪৫ জন। এর মধ্যে নারী ভোটারের সংখ্যা ৮৪ হাজার ৬০৫ ও পুরুষ ভোটার ৯৪ হাজার ৪০জন। নতুন খসড়া তালিকায় কারো নাম বাদ পড়লে বা প্রয়োজনীয় সংশোধনের প্রয়োজন হলে আগামী ৫ ফেব্রুয়ারির মধ্যে জেলা নির্বাচন কর্তৃপক্ষের কাছে আবেদন করা যাবে।

সোমবার খসড়া তালিকা প্রকাশের পর রাজশাহী জেলায় মোট ভোটারের সংখ্যা দাড়াল ২১ লাখ ২১ হাজার ২৬০জন। যার মধ্যে নারী ভোটার ১০ লাখ ৫৯ হাজার ৪৫৭ ও পুরুষ ভোটার ১০ লাখ ৬১ হাজার ৭৫০জন।

নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুসারে যাদের জন্ম এক জানুয়ারি ২০০৪ বা তার পূর্বে অথচ ভোটার তালিকা হালনাগাদের বিগত কার্যক্রমে বাদ পড়েছেন তাদের ভোটার নিবন্ধনের জন্য গত ১৬ মে ২০১৯ হতে ২০ নভেম্বর ২০১৯ পর্যন্ত রাজশাহী জেলার রাজশাহী সিটি কর্পোরেশনসহ রাজশাহী জেলার সকল উপজেলার ভোটারদের ছবিতোলার মাধ্যমে রেজিষ্ট্রেশন কার্যক্রম সম্পন্ন করা হয়। খসড়া ভোটার তালিকা সংশ্লিষ্ট নির্বাচন অফিসসহ জনপ্রতিনিধিদের কার্যালয় ও জনগুরুত্বপূর্ণ স্থানে প্রদর্শনের জন্য উন্মুক্ত করা হয়েছে।

তালিকায় কারো নাম বাদ পড়লে বা সংশোধনের প্রয়োজন হলে আগামী ৫ ফেব্রুয়ারির মধ্যে আবেদন করা যাবে। আবেদন নিষ্পত্তির শেষ তারিখ ১২ ফেব্রুয়ারি এবং ২০ ফেব্রুয়ারি আবেদনের বিষয়ে সিদ্ধান্ত প্রদান করা হবে। এর পর সুবিধামতো সময়ে চুড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন।

 

আরপি/এমএএইচ

 


আপনার মূল্যবান মতামত দিন:

Top