রাজশাহী রবিবার, ৫ই মে ২০২৪, ২৩শে বৈশাখ ১৪৩১

তানোরে চোলাইমদসহ ১৮ জন নারী-পুরুষ গ্রেফতার


প্রকাশিত:
১৭ জানুয়ারী ২০২০ ০৮:২২

আপডেট:
১৭ জানুয়ারী ২০২০ ০৮:২৫

ছবি: সংগৃহীত

রাজশাহীর তানোরে পুলিশের বিশেষ অভিযানে ৫২লিটার চোলাইমদসহ ১৮ জনকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় তানোর থানায় পৃথক ৭টি মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃতদের বৃহস্পতিবার দুপুরে জেল-হাজতে প্রেরণ করা হয়েছে।

গতকাল বুধবার রাতে অভিযান চালিয়ে বিভিন্ন এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।

আটককৃতরা হলেন, মাদক সেবনের অপরাধে মোহনপুর উপজেলার গোপাল পুর গ্রামের মৃত খেজের আলীর পুত্র হেকমত আলী (৪২), পবা উপজেলার মদনহাটি গ্রামের মৃত ফয়েজ উদ্দিন মন্ডলের পুত্র মোজ্জামেল হক (৪২), তানোর উপজেলার তানোর উপরপাড়া গ্রামের মৃত খলিল মন্ডলের পুত্র ইসরাইল (৩২), কালনা (পূবর্পাড়া) গ্রামের ওয়াহেদের পুত্র হামিদ (৩৮), গোদাগাড়ী উপজেলার, মির্জাপুর গ্রামের শওকত আলীর পুত্র সুখ মোহাম্মদ (৩০)।


তানোর উপজেলার মোহাম্মদপুর (পূবর্পাড়া) গ্রামের ময়েজ উদ্দিনের পুত্র সাদিকুল ইসলাম (৫০), একই গ্রামের মৃত শামসুদ্দিনের পুত্র মাসুদ রানা (৪০), তানোর উপজেলার মোহনপুর গ্রামের মৃত ইসমত আলীর পুত্র আব্দুর রাজ্জাক (৪৫), তানোর উপজেলার মোহাম্মদপুর (পূর্বপাড়া) গ্রামের আনিছুর রহমানের পুত্র গোলাম রব্বানী (৪৫) কে ২০লিটার চোলাইমদসহ, তানোর উপজেলার কোয়েল (বৈরাগীপাড়া) গ্রামের মৃত মেলচা মুর্মুর পুত্র সেকেন্দার মুর্মু সেকেন (৫০), একই গ্রামের মাতলা টুডুর পুত্র সুনীল টুডু (৩৫), সামুয়েল মুরমুর পুত্র শ্যামলী মার্ডি (২৫), মৃত মুংলু হাসদার স্ত্রী কান্ত হেমরম (৪০)।

২০ লিটার চোলাইমদসহ, তানোর উপজেলার মোহর (সলাপাড়া), মৃত রবিন হেমরমের কন্যা নমিতা হেমরম (৩০) ১২ লিটার চোলাইমদসহ গ্রেফতার করা হয়।


আটককৃতদের মধ্যে গ্রেপ্তারী পরোয়ানার কুঠিপাড়া গ্রামের সবের আালীর পুত্র আফাজ (৩৬), সরনজাই চকপাড়া গ্রামের মনির সরদারের পুত্র মিঠোম সরদার (৩০) একই গ্রামের মৃত সুবল সরদারের পুত্র মহানন্দ সরদার (৩৭) এবং মাসিন্দা গ্রামের মৃত অভিমানা হালদারের কন্যা অনিতা রানী (৪০)। তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) রাকিবুল হাসান বলেন, গত বুধবার রাতে পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।

(আজ) বৃহস্পতিবার দুপুরে গ্রেফতারকৃতদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

 

আরপি/এমএইচ



আপনার মূল্যবান মতামত দিন:

Top