রাজশাহী সোমবার, ৫ই মে ২০২৫, ২৩শে বৈশাখ ১৪৩২

মেয়র লিটন, সাংসদ বাদশাহ ও বিভিন্ন মহলের শোক

রাজশাহীতে মারপিট থামাতে গিয়ে নেতার ভাইয়ের মৃত্যু


প্রকাশিত:
১৭ জানুয়ারী ২০২০ ০৭:৫১

আপডেট:
১৭ জানুয়ারী ২০২০ ১০:৫৬

ছবি: কৌশিক প্রামাণিক মিঠু

রাজশাহীতে দুই কর্মচারীর মধ্যে মারপিট থামাতে গিয়ে মহানগর ওয়ার্কাস পার্টির সাধারণ সম্পাদক দেবাশীষ প্রামাণিক দেবু’র বড় ভাই ও অলিম্পিক কোম্পানীর কর্মকর্তা নিহত হয়েছেন।

আজ বৃহস্পতিবার দুপুরে মহানগরীর বিনোদপুর ধরমপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহতের নাম কৌশিক প্রামাণিক মিঠু (৫০)। তিনি অলিম্পিক কোম্পানীতে সুপার ভাইজার হিসেবে কাজ করতেন।

মহানগরীর মতিহার থানার ওসি এসএম মাসুদ পারভেজ জানান, গতকাল বুধবার রাতে অলিম্পিক কম্পানীর কর্মচারী সজিবুলের সঙ্গে কম্পানীটির গাড়ি চালক রাহুলের মারপিটের ঘটনা ঘটে। এর জের ধরে আজ বৃহস্পতিবার দুপুরে রাহুল মহানগরীর ধরম এলাকায় কম্পানীর মালামাল সরবরাহ করতে গেয়ে সজিবুল তাঁকে ঘিরে ধরে মারপিট শুরু করে। খবর পেয়ে কৌশিক প্রামাণিক মিঠু সেখানে মারপিট থামাতে গেলে সজিবুল মাথায় আঘাত করে ধাক্কা দেন। এতে মাটিতে পড়ে যান মিঠু। পরে তাঁকে সেখান থেকে উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানেই মিঠু মারা যান। এ ঘটনার পরে সজিবুল এলাকা ছেড়ে পালিয়েছে।

ওসি এসএম মাসুদ পারভেজ আরো জানান, নিহতের ঘটনায় একটি মামলা হবে। ঘটনার সঙ্গে জড়িতকে গ্রেপ্তারের চেষ্টা চালানো হচ্ছে।

এদিকে, তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বিভিন্ন মহল। বৃহস্পতিবার রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগ সভাপতি এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন ও সাধারণ সম্পাদক ডাবলু সরকার গভীর শোক প্রকাশ করেছেন। শোকবার্তায় নেতৃদ্বয় তার আত্মার শান্তি কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

এছাড়াও শোক জানিয়েছেন রাজশাহী-২ (সদর) আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা। এদিন বিকেলে এক শোকবার্তায় সাংসদ বাদশা কৌশিক প্রামানিকের খুনিদের দ্রুত গ্রেপ্তার দাবি করেছেন। এছাড়া শোকসন্তপ্ত পরিবারের প্রতি তিনি গভীর সমবেদনা জানিয়েছেন। কৌশিক প্রামানিকের বিদেহী আত্মার শান্তিও কামনা করেছেন তিনি।

শোকবার্তায় ফজলে হোসেন বাদশা বলেন, সম্প্রতি রাজশাহীর আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটেছে। এ জন্যই সন্ত্রাসীরা প্রকাশ্যে একজন মানুষের ওপর এভাবে হামলা চালিয়ে তাকে হত্যা করেছে। তিনি অবিলম্বে কৌশিক প্রামানিকের ঘাতকদের গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করার দাবি জানান।

 

 

আরপি/এমএইচ



আপনার মূল্যবান মতামত দিন:

Top