রাজশাহী শনিবার, ৪ঠা মে ২০২৪, ২২শে বৈশাখ ১৪৩১

রাজশাহীর

পুঠিয়ায় ছাত্রীকে উত্যক্ত করায় কারাদন্ড দিলো আদালত


প্রকাশিত:
২৭ আগস্ট ২০১৯ ০৫:৪২

আপডেট:
৪ মে ২০২৪ ০৭:১৬

ছবি: ইভটিজারের

রাজশাহীর পুঠিয়ায় স্কুল পড়ুয়া এক ছাত্রীকে উত্যক্ত করার অপরাধে এক ইভটিজারকে ৬ মাসের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার উপজেলার ধোপাপাড়া উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে এক ছাত্রীকে উত্যক্ত করার অপরাধে ঐ ইভটিজারকে মাসের কারাদন্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত।

এদিকে উপজেলার বিভিন্ন স্থানে ইভটিজিং বন্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ওলিউজ্জামান। এসময় সন্দেহভাজন আরও কিছু বখাটে ছেলেকে ধরে সতর্কতামূলক নির্দেশনা প্রদান করেন।

ছাত্রীকে উত্যক্ত করার বিষয়ে তিনি জানান, আমরা শিক্ষা প্রতিষ্ঠান চলাকালিন ও ছুটির সময় ছাত্রীদের কেউ উত্যক্ত করে কিনা সেটি পর্যবেক্ষণ করার জন্য ধোপাপাড়াসহ উপজেলার বিভিন্ন বিদ্যালয় ও কলেজের সামনে দিয়ে অভিযান চালানো হয়। ইভ টিজিং বন্ধে উপজেলা প্রশাসন বদ্ধপরিকর। এই ধরনের অভিযান চলমান থাকবে বলে জনান পুঠিয়া উপজেলার এই নির্বাহী অফিসার।

আরপি / বি



আপনার মূল্যবান মতামত দিন:

Top