রাজশাহী শুক্রবার, ২৬শে এপ্রিল ২০২৪, ১৪ই বৈশাখ ১৪৩১

রাজশাহীতে শিশু মৃত্যু প্রতিরোধে ভিটামিন ‘এ প্লাস’ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে


প্রকাশিত:
১১ জানুয়ারী ২০২০ ২২:৫৪

আপডেট:
২৬ এপ্রিল ২০২৪ ১০:৩৭

ছবি: সংগৃহীত

রাজশাহী মহানগর ও জেলায় অপুষ্টিজনিত অন্ধত্ব দুর করতে এবং শিশু মৃত্যু প্রতিরোধে শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে।

আজ শনিবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত সিটি কর্পোরেশনের ৩৮৪টি কেন্দ্রে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে। মহানগরীতে এবার ৬২ হাজার ১৬৮ জন শিশুকে ভিটামিন ‘এ’ খাওয়ানো লক্ষ্যমাত্রা নির্ধারন করা হয়েছে। এর মধ্যে ৬ থেকে ১১ মাস বয়সী ৭ হাজার ৯৫০ জন এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ৫৪ হাজার ২১৮ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

এছাড়াও, রাজশাহী জেলায় পর্যায়ে ২ লাখ ৮৮ হাজার ৬২০ জন শিশুকে ১৭৪৪টি কেন্দ্রে ভিটামিন ‘এ প্লাস’ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে। এর মধ্যে ৬ মাস থেকে ১১ মাস বয়সী ২৮ হাজার ৬১২ জন শিশুকে নীল রঙের ক্যাপসুল (এক লাখ আই ইউ) এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ২ লাখ ৬০ হাজার ৮ জন শিশুকে লাল রঙের ক্যাপসুল (দুই লাখ আই ইউ) খাওয়ানো হচ্ছে।



আপনার মূল্যবান মতামত দিন:

Top