রাজশাহী সোমবার, ২৯শে এপ্রিল ২০২৪, ১৭ই বৈশাখ ১৪৩১

রাজশাহীর সৌন্দর্য বৃদ্ধিতে ৩ হাজার কোটি টাকার প্রকল্প


প্রকাশিত:
৭ জানুয়ারী ২০২০ ০৮:১৫

আপডেট:
২৯ এপ্রিল ২০২৪ ১৭:১৫

ছবি: সংগৃহীত

রাজশাহী মহানগরীকে সাজাতে আসছে তিন হাজার কোটি টাকার মেগা প্রকল্প; যা এই মাসেই একনেকে পাস হবে বলে আশা করছেন রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) কর্মকর্তারা। এই প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে মহানগরীর গুরুত্বপূর্ণ রেলক্রসিংয়ে ওভারপাস নির্মাণ করা হবে।

এছাড়া মহানগরীতে ৬টি ফ্লাইওভার নির্মাণ, ৫০টি বঙ্গবন্ধুর প্রতিকৃতি নির্মাণ, কেন্দ্রীয় শহীদ মিনার নির্মাণ, গুরুত্বপূর্ণ স্থানে স্থানে ১৭টি ফুটওভার ব্রিজ নির্মাণ, ৩০টি গণশৌচাগার নির্মাণসহ গোরস্থান এবং জলাশয়ের ধারে ওয়াকওয়ে নির্মাণসহ প্রায় ৬৯টি ক্ষেত্রে অবকাঠামোগত উন্নয়ন করা হবে।

রাসিক সূত্রে জানা গেছে, রাজশাহী সিটি করপোরেশনে অবকাঠামোগত উন্নয়নে বর্তমানে পাঁচ প্রকল্প চলমান রয়েছেন। এর মধ্যে রয়েছে ১৮২ কোটি টাকা ব্যয়ে রাজশাহী মহানগরীর রাজশাহী-নওগাঁ প্রধান সড়ক থেকে মোহনপুর-রাজশাহী-নাটোর সড়ক পর্যন্ত পূর্ব-পশ্চিম সংযোগ সড়ক নির্মাণ, ১৯৩ কোটি টাকা ব্যয়ে রাজশাহী মহানগরীর জলাবদ্ধতা দূরীকরণার্থে নর্দমা নির্মাণ, ১২৭ কোটি টাকা ব্যয়ে নগরীর কল্পনা সিনেমা হল থেকে তালাইমারি মোড় পর্যন্ত সড়ক প্রশস্তকরণ ও উন্নয়ন, ১৭২ কোটি টাকা ব্যয়ে রাজশাহী মহানগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তার উন্নয়ন এবং ৪৯ কোটি টাকা ব্যয়ে নগরীর ৩০টি ওয়ার্ডে সড়ক ও নর্দমাসমূহের উন্নয়ন।

চলতি মাসে তিনি হাজার কোটি টাকার মেগা প্রকল্প অনুমোদনের সম্ভাবনা রয়েছে। এ প্রকল্প অনুমোদন হলে মহানগরীর উন্নয়নে মাইলফলকে স্পর্শ করবে। নতুন এই প্রকল্পের মাধ্যমে সিটি করপোরেশনে অযান্ত্রিক যানবাহন লেনসহ চারলেন সড়ক নির্মাণ করা হবে ১৩ দশমিক ১০ কিলোমিটার, কার্পেটিং সড়ক নির্মাণ করা হবে ৩৬৮টি যার দৈর্ঘ্য হবে ৯৯.৫৬ কিলোমিটার, কার্পেটিং সড়ক পুনঃনির্মাণ করা হবে ২৫৮টি, কার্পেটিং সড়ক প্রশ্বস্তকরণ করা হবে ৫৩টি যার দৈর্ঘ্য হবে ৩০ দশমিক ৫৬ কিলোমিটার, সিমেন্ট কনক্রিট সড়ক নির্মাণ করা হবে এক হাজার ৮০৭টি- যার দৈর্ঘ্য ১৮৫.৩০ কিলোমিটার।

এছাড়াও সিমেন্ট কনক্রিট সড়ক পুনঃনির্মাণ করা হবে ৫৯৮টি যার দৈর্ঘ্য ৭৯.৬১ কিলোমিটার, ৬টি প্রাইমারি নর্দমা নির্মাণ করা হবে যার দৈর্ঘ্য হবে ৪.৫১ কিলোমিটার, ১৪৯টি সেকেন্ডারি নর্দমা নির্মাণ করা হবে যার দৈর্ঘ্য হবে ৫৯ দশমিক ৩৩ কিলোমিটার, টারশিয়ারি নর্দমা নির্মাণ করা হবে ২৪১১টি যার দৈর্ঘ্য ২৯২.৩৪ কিলোমিটার, ফুটপাত নির্মাণ করা হবে ৪১.৯২ কিলোমিটার, গোরস্থান ও জলাশয়ের ধারে ওয়াকওয়ে নির্মাণ করা হবে ৬২.০৭ কিলোমিটার, জলাশয়সমূহে সৌন্দর্যবর্ধনমূলক কাঠামো নির্মাণ করা হবে ১৯টি, গণশৌচাগার নির্মাণ করা হবে ৩০টি, পার্ক নির্মাণ করা হবে ৪টি, কেন্দ্রীয় শহীদ মিনার করা হবে, ফ্লাইওভার ৬টি, ফুটওভার ব্রীজ ১৭টি, বঙ্গবন্ধুর প্রতিকৃতি ৫০টি, কাঁচাবাজার ৪টিসহ জলাশয় খনন ও সড়ক আলোকায়নসহ ৬৯টি ক্ষেত্রে অবকাঠামোগত উন্নয়ন করা হবে।

রাসিকের প্রধান প্রকৌশলী আশরাফুল হক বলেন, গত বছর জুলাইয়ে স্থানীয় সরকার বিভাগের প্রকল্প যাচাই কমিটির সভায় এ প্রকল্পটি অনুমোদিত হয়েছে। আশা করছি এই মাসেই প্রকল্পটি একনেকে পাস হবে। প্রকল্পটি বাস্তবায়িত হলে রাস্তাঘাট ও ড্রেনেজ ব্যবস্থাসহ নতুন রূপে গড়ে উঠবে রাজশাহী মহানগরী।

 

 

আরপি/এমএইচ



আপনার মূল্যবান মতামত দিন:

Top