রাজশাহী সোমবার, ১৩ই মে ২০২৪, ৩০শে বৈশাখ ১৪৩১

মোহনপুরে অবৈধ পুকুর খনন বন্ধ করলেন ইউএনও


প্রকাশিত:
৭ জানুয়ারী ২০২০ ০৭:২৬

আপডেট:
১৩ মে ২০২৪ ০৪:১৩

 

রাজশাহীর মোহনপুরে অভিযান চালিয়ে অবৈধভাবে পুকুর খনন বন্ধ করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)। জানা গেছে, মোহনপুর উপজেলার বিভিন্ন এলাকায় কৃষি জমি নষ্ট করে ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে পুকুর খনন করছিলেন এক শ্রেণির অসাধু ব্যবসায়ীরা।

সোমবার বিকেলে মোহনপুর উপজেলার ইউএনও সানওয়ার হোসেন পুলিশ প্রশাসনকে সাথে সকল পুকুরে গিয়ে অভিযান চালিয়ে অবৈধ পুকুর খনন বন্ধ করেন।

মোহনপুর উপজেলা নির্বাহী অফিসার সানওয়ার হোসেনের সাথে যোগাযোগ করলে তিনি জানান, জেলা প্রশাসকের নির্দেশক্রম উপজেলার সকল অবৈধ পুকুর খনন বন্ধ করা হয়েছে। পুকুর মালিকেরা আর যেন পুকুর খনন না করেন সেজন্য নির্শেদ দেয়া হয়েছে।

আরপি/ এআর



আপনার মূল্যবান মতামত দিন:

Top