কুয়াশা ঘেরা রাজশাহী
রাজশাহীর তাপমাত্রা শীতের শুরু থেকেই কমছে। মাঝে মাঝে উঠানামাও করেছে। আজ শনিবার রাজশাহীর সর্বনিম্ন তাপমাত্রা ১৩ দশমিক ১ ডিগ্রী সেলসিয়াস। বাতাসের আদ্রতা রয়েছে ৯৭ শতাংশ। গতকাল শুক্রবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৩ ডিগ্রী সেলসিয়াস।
রাজশাহী আবহাওয়া অফিসের পর্যবেক্ষক দেবল কুমার মিত্র বিষয়টি নিশ্চিত করেছেন। অন্যান্য দিনের তুলনায় তাপমাত্রা স্বাভাবিক থাকলেও আজ সকাল থেকেই ঘন কুয়াশা রয়েছে। সকাল ১০টা পর্যন্ত সূর্যের দেখা মেলেনি।
কুয়াশা ঘেরা আবহাওয়ায় খেটে খাওয়া ও দিনমজুর মানুষ পড়েছেন বিপদে। তারা কাজে লাগতে পারছেন না। গ্রামে মানুষজন আগুন পোহায়ে শীত নিবারণের চেষ্টা করছেন।
আপনার মূল্যবান মতামত দিন: