রাজশাহী রবিবার, ৪ঠা মে ২০২৫, ২২শে বৈশাখ ১৪৩২

রাজশাহীতে মাদকবিরোধী কনসার্ট বিকেল ৩টায়


প্রকাশিত:
৩ জানুয়ারী ২০২০ ২৩:১৬

আপডেট:
৩ জানুয়ারী ২০২০ ২৩:২৪

ছবি: সংগৃহীত

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ৩০তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে আজ (৩ জানুয়ারি) বিকেল ৩টায় রাজশাহীতে মাদকবিরোধী কনসার্ট অনুষ্ঠিত হবে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এবং চ্যানেল লাইভ এন্টারটেইনমেন্টের যৌথ উদ্যোগে রাজশাহী জেলা মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে কনসার্ট অনুষ্ঠিত হবে।

এদিকে, কনসার্ট উপলক্ষে মঞ্চ তৈরিসহ নানারকম প্রস্তুতি এরই মধ্যে শেষ করা হয়েছে। কনসার্টটি উদ্ধোধন করবেন রাজশাহী সিটি মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন- মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ডিরেক্টর জেনারেল মো. জামাল উদ্দিন আহমেদ এবং অধিদপ্তরের ডিরেক্টর মো. নুরুজ্জামান শরিফ (এনডিসি)।

কনসার্টের প্রথম দিনে রাজশাহীতে পারফর্ম করবেন রক সিঙ্গার মিলা, ইয়ং ক্রেজ ইমরান, কনা, পূজা, সুজন আরিফ, চলচ্চিত্র নায়ক ফেরদৌস, পপি এবং অপু বিশ্বাস। কোরিওগ্রাফিতে থাকবেন সোহাগ ড্যান্স গ্রুপ। উপস্থাপনা করবেন জান্নাতুল পিয়া। জনপ্রিয় শিল্পীদের পরিবেশনার পাশাপশি থাকবে বৈচিত্র্যময় লেজার শো।’ বেলা দুইটায় গেইট ওপেন করা হবে কনসার্ট শুরু হবে বেলা ৪টায়। কনসার্ট এর টিকিট পাওয়া যাচ্ছে মাস্টারশেফ চাইনিজ রেস্তোরাঁয়।

আরপি/ এআর

 



আপনার মূল্যবান মতামত দিন:

Top