একনজরে রাজশাহীতে ৪১৬ নারী ও শিশু নির্যাতনের ঘটনা

উন্নয়ন সংস্থা লেডিস অর্গানাইজেশন ফর সোসাল ওয়েলফেয়ার (লফস) অত্র জেলায় দীর্ঘদিন যাবৎ নারী ও শিশুর উন্নয়নে কাজ করছে। মানবাধিকার সংগঠন হিসেবে লফস সংস্থার ডকুমেন্টেশন সেল থেকে রাজশাহীর প্রচারিত দৈনিক পত্রিকার সংবাদের ভিক্তিতে নিয়মিত নারী ও শিশু নির্যাতনের পরিস্থিতি প্রকাশ করে।
লফস মনে করে অত্র অঞ্চলে নারী ও শিশু নির্যাতন পরিস্থিতি বিভিন্ন মাত্রায় অবনতি ঘটছে। যৌতুক ও পরকীয়ার কারনে অধিকাংশ নারী ও শিশু নির্যাতনের ঘটনা ঘটছে। অনেক ক্ষেত্রে বিদেশি কিছু টিভি সিরিয়াল পরকিয়াকে উৎসাহিত করছে। এছাড়া পারিবারিক কলহ ও প্রেম ঘটিত কারনে হত্যা-আত্মহত্যা ও অমানবিক নির্যাতনের মতো ঘটনা ঘটছে। বিষয়গুলো কারও জন্য সুখকর নয়।
জানুয়ারী থেকে ডিসেম্বর, ২০১৯ মাসের এক বছরের রাজশাহী জেলার শিশু ২২০ জন ও নারী ১৯৬ জন নির্যাতিত।
২০১৯ সালে রাজশাহী জেলায় অমানবিক কিছু ঘটে যাওয়া ঘটনার চিত্র- নগরীতে মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় বাবাকে মারধর, পুঠিয়ার শাহাবাজপুর উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী সুহান এর বিষপানে আত্মহত্যা, মোহনপুরে গোপালপুর উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণির ছাত্রীকে বিয়ের প্রলোভনে ধর্ষণ, নগরীর নিউ গভ: ডিগ্রী কলেজের ছাত্রীকে অপহরণ করে মুক্তিপণ দাবী, নগরীর কাজলা সাঁকোপাড়া মহল্লায় স্বামীর তৃতীয় বিয়ে করায় সিতারা বেগম (২৮) অভিমানে আত্মহত্যা।
বাঘা উপজেলার পদ্মার চরে স্বামী ও শাশুড়ির নির্যাতনে গৃহবধু মৌসুমি খাতুন (২৬) ভ্যাসমল তেল খেয়ে আত্মহত্যা, পুঠিয়ায় বানেশ^র ইউনিয়নের কাচারীপাড়া দূর্বত্তদের ছুড়া আগুনে ঝলসে গেল জেরিন আক্তারের মুখ, বাঘা উপজেলায় স্ত্রী শামীমা আকতার রেখাকে চলন্ত মোটরসাইকেল থেকে রাস্তায় ফেললো স্বামী, পুঠিয়ায় প্রতিবন্ধী ২২ বছরের এক যুবতীকে ধর্ষণ ও ৩মাসের অন্ত:স্বত্তা, নগরীর মুশরইল এলাকায় ৪মাসের অন্ত:স্বত্তা মালা (২২) নামের গৃহবধু গলায় গামছা পেচিয়ে আত্মহত্যা, নগরীর চৈতীর বাগান এলাকায় স্বামীকে বেধে রেখে বৃদ্ধা স্ত্রীকে (৬৫) ধর্ষণের অভিযোগ, নগরীর শিরোইল কলোনী এলাকায় মায়ের উপর রাগ করে ফারজানা ইয়াসমিন যুথি’র (২৩) আত্মহত্যা।
নগরীতে চলন্ত ট্রেনের নীচে সেলিনা বেগম (৪০) এর আত্মহত্যা, বাগমারায় সহপাঠীর সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলায় এক শিক্ষার্থীকে জুতাপেটা করায় অভিমানে ঐ ছাত্রের আত্মহত্যার চেষ্টা, পুঠিয়ায় প্রাণনাশের হুমকি দিয়ে জোরপূর্বক এক প্রতিবন্ধী কিশোরী (১৭) কে ধর্ষণের অভিযোগ, চারঘাটে ধর্ষণের শিকার এক প্রতিবন্ধী (১৩) অন্ত:স্বত্তা, তানোর উপজেলার পৌরশহরের চাপড়াতে এস.এস.সি. পরীক্ষার্থী আব্দুর রাজ্জাক আরিফ (১৫) গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা, বাঘায় এক প্রাথমিক বিদ্যালয়ের বুদ্ধি প্রতিবন্ধী ৪র্থ শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণ, পুঠিয়া উপজেলায় রান্না করতে দেরি হওয়ায় স্ত্রী সুমাইয়া খাতুনকে পিটিয়ে স্বামীর আত্মহত্যা, বাঘার বাউসা তেনাচুরা গ্রামের আখিঁ খাতুন ৮ম শ্রেণির ছাত্রীর বাল্যবিয়ে বন্ধ করতে যাওয়ায় সহপাঠিরা হামলার শিকার।
গোদাগাড়ীর মাটিকাটা ইউনিয়নের ভাটাপাড়া এলাকায় প্রেমের ফাঁদে ফেলে ১৩ বছরের এক স্কুলছাত্রী ধষর্ণের শিকার, বাঘায় জালসা শুনে বাড়ি ফেরার পথে ৩৫ বছরের এক গৃহবধূকে ধর্ষণের চেষ্টার অভিযোগ, গোদাগাড়ীর চর আষাড়িয়া দহ ইউনিয়নের চর বয়ারমারি এলাকায় ২৩ বছর বয়সী এক বিধবা নারীকে প্রকাশ্যে নিজের বোন জামাইসহ মোট ছয়জন মিলে তুলে নিয়ে গনধর্ষণ চেষ্টার অভিযোগ, গোদাগাড়ীর মাটিকাটা দিঘা অচুয়া এলাকা থেকে লিজা (২০) নামের গৃহবধুর লাশ উদ্ধার।
এদিকে, নগরীর এক মাদ্রাসা সুপারের বিরুদ্ধে ১৪ বছরের ছাত্রকে বলাৎকারের অভিযোগ, মোহনপুরে শিক্ষকের বিরুদ্ধে স্কুল ছাত্রকে বলাৎকারের অভিযোগ, বাঘায় পরিবারের শাসনের কারনে একই দিনে দুই স্কুল ছাত্রী তৃষা খাতুন (১৭) ও মক্তি আক্তার (১৪) আত্বহত্যা, নগরীর ডাশপুকুর এলাকায় ইব্রাহীম হোসেন (১৮) এইচএসসি পরীক্ষা ভাল না হওয়ায় আত্মহত্যা, নগরীর রাজশাহী বিশ্বিবদ্যালয় সংলগ্ন এলাকায় প্রেমের ফাদে ফেলে স্কুল ছাত্রীকে পাচারের চেষ্টা, বাগমারার তাহরপুরের হরিফলা এলাকায় আপন চাচাতো ভাই কর্তৃক ৩য় শ্রেণির ছাত্রী ধর্ষণ।
পুঠিয়ায় শিক্ষক কর্তৃক ১১ বছরের ছাত্রকে বলাৎকারের অভিযোগ, বাঘায় প্রথম শ্রেণির শিশুকে বলাৎকারের অভিযোগ, বাগমারায় যৌতুকের দাবিতে গৃহবধু মুক্তি খাতুন (১৭) কে পিটিয়ে হত্যা, বাঘায় বাজিতপুর গ্রামের মায়ের উপর অভিমান করে আসিফা ইয়াসমিন (১৪) ৯ম শ্রেণির ছাত্রী আত্মহত্য, গোদাগাড়ীর দেওপাড়া ইউনিয়নের ভাগাইল গ্রামরে দুই সন্তানের জননী পলি খাতুনকে শারীরিক নির্যাতন করে মুখে বিষ ঢেলে হত্যার অভিযোগ, কাটাখালিতে ছেলের উপর অভিমান করে মা আয়েশা খাতুন এর আত্মহত্যা, পুঠিয়ার ভাল্লুকগাছী মাছ পাড়া এলাকায় নাদিরা বেগম নামের এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, মোহনপুরে স্বামীর চাহিদামত যৌতুক দিতে না পারায় খাদিজা আক্তার নামের গৃহবধূর মাথার চুল কেটে নির্যাতন, দুর্গাপুরে আদিবাসী এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ।
মোহপুর উপজেলার দূর্গাপুর মোল্লাপাড়া গ্রামের জেলেখা বেগম (৪০) নামের এক গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার, তানোরে ছেলের লাঠির আঘাতে মা রাহিমা বেগম (৭০) এর রোজারত অবস্থায় মৃত্যু, একই উপজেলায় প্রকাশনগর আদর্শ গুচ্ছগ্রামে আঙ্গিনায় মুরগী ধান খাওয়াকে কেন্দ্র করে পুত্রবধু কর্তৃক শাশুড়ী মোমেনা বেগম (৪৫) কে হত্যা, পুঠিয়া উপজেলার বেলপুকুর জামরিা চকদুর্লবপুর গ্রামে ৬ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ, বাগমারায় জোরপূর্বক তুলে নিয়ে গিয়ে শিশু স্কুল ছাত্রী (১২) কে ধর্ষণ চেষ্টার অভিযোগ, ৭ বছরের আকসারা নামের শিশুর গায়ে গরম পানি ঢেলে ঝলসে দিলো চাচি, গোদাগাড়ীতে মাথায় লাঠির আঘাতে ৩ মাসের শিশুর মৃত্যু।
বাঘায় ৯ম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, মাহনপুরের বর্ষা অপহণের পর লজ্জায় আত্মহত্য, নগরীতে এইচএসসি পরীক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার, রাজশাহীতে রেলওয়ের এক নিরাপত্তাকর্মীর (এনআরবি) বিরুদ্ধে পথ শিশুদের মাপিটের অভিযোগ, পুঠিয়ায় রিফাত হোসেন (৭) নামের শিশুর সৎ বাবা কর্তৃক জবাই করে হত্যা, বাঘার চকবাউসা গ্রামের যৌতুক না পেয়ে স্ত্রীর মাতার চুল কেটে নেয় স্বামী ও সতীন, গোদাগাড়ী উপজেলার গুনি গ্রামের আদিবাসী নারীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ, বাঘার বাউসা ইউনিয়নের হেজাতি পাড়া গ্রামের একটি ভূট্টা ক্ষেত থেকে মুখপুড়া এক নারীর লাশ উদ্ধার, মোহপুর উপজেলার ওয়াশায়ের হাটরা গ্রামের গৃহবধূ আসমা বেগম (৪০) কে ধর্ষণের পর কুপিয়ে হত্যা, রাজশাহী বিশ^বিদ্যালয়ে শিক্ষকের বিরুদ্ধে দুই ছাত্রীকে যৌনহয়রানির অভিযোগ, বাঘায় স্কুল পড়ুয়া ছাত্রীকে বাসায় একা পেয়ে জনি আহম্মেদ শ্লীলতাহানীর চেষ্টা, গোদাগাড়ীরে পাকড়ী ইউনিয়নের জোৎগোপাল এলাকায় সালমা (১৭) নামের এক কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধার, মোহনপুরের মৌগাছি ১ স্কুল ছাত্রী (১৫) ধর্ষণের শিকার।
বাঘার নারায়ণপুর গ্রামে পটকা ফুটানোর অভিযোগে ৩শিশুকে পিটিয়ে আহত করে এসিল্যান্ড নওশাদ আলী, বাগমারায় জাম পেড়ে দেওয়ার প্রলোভনে ৮ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ, একই উপজেলার বাসুপাড়া ইউনিয়নের কলেজ পড়ুয়া ছাত্রীকে (১৭) প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় ধর্ষণ চেষ্টার অভিযোগ, মোহনপুরে ভিক্ষুকের মেয়ে ৪র্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ, নগরীর রাজপাড়া থানাধীন মহিষ বাথান এলাকায় মোঃ বৈকাল (৭) নামের শিশুকে বলাৎকারের অভিযোগ, বাগমারায় প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্রীকে (১০) যৌন হয়রানির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ, পুঠিয়া শিলমাড়িয়া ইউনিয়নের লেপপাড়া গ্রামের কারিনা বেগম (৪২) নামে এক নারীকে দুবৃত্তদের কুপিয়ে হত্যা।
অপরদিকে, গোদাগাড়ীর গোলাই দেওপাড়া ইউনিয়নে সীমা খাতুন (২২) এর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা, গোদাগাড়ী উপজেলার আরিজপুর মহল্লায় নেশার টাকা না পেয়ে মা সেলিনা বেগম (৫০) কে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা, পুঠিয়ার বানেশ^র ইউনিয়নের পশ্চিম পাড়া গ্রামের চাঁদনী বেগম (২০) নামের তালাকপ্রাপ্তা এক নারীর গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা, দূর্গাপুরের মহিপাড়া গ্রামের অন্ত:সত্বা নারীকে নির্যাতন ও নবজাতককে হত্যার অভিযোগ, পবা উপজেলার দামকুড়া ইউনিয়নের কলার টিকর এলাকায় বাবলি বেগম (২৮) নামের গৃহবধূকে পায়ের রগ ও গলা কেটে হত্যা করে স্বামী।
বাগমারা উপজেলার বাইগাছা গ্রামে স্বামীর পরকীয়ায় বাধা দেওয়ার স্ত্রী ফাতেমা খাতুন (৩৫) কে লোহার রড দিয়ে পিটিয়ে আহত করে স্বামী, দুর্গাপুরের হাটকান পাড়া এলাকার বাজুখলসী গ্রামে স্বামীর নির্যাতনে বিষপানে রুনা বিবি (৩০) আত্মহত্যা, নগরীর গ্লোবাল নার্সিং হোম কলেজের মেস থেকে শায়লা খাতুন (১৯) এর ঝুলন্ত লাশ উদ্ধার, বাঘায় কিশোরপুরে ৯ম শ্রেণির এক ছাত্রীকে বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগ, দুর্গাপুর কিসমত গণকৈর ইউপির তেকাটিয়া গ্রামে ৩ বছরের এক শিশুকে ধর্ষণ চেষ্টার, চারঘাট উপজেলার বাদুড়িয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কর্তৃক সোহান (১৩) নামের এক ছাত্রকে নির্যাতনের অভিযোগ।
বাগমারার ভবানীগঞ্জ পৌরসভার সূর্যপাড়া গ্রামের আতিকুর রহমানের ছেলে মিজান (৬) কে ঘুমিয়ে থাকা অবস্থায় গলাকেটে হত্যার চেষ্টার অভিযোগ, নগরীর ভুহরইল কালুর মোড় এলাকায় যৌতুকের টাকা না দেওয়ায় দুই সন্তানের জননী ফেন্সি বেগম (২৮) কে নির্যাতনের অভিযোগ, পুঠিয়ার সরিষাবাড়ী গ্রামে রিনা বেগম (৩৮) এর গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা, মোহনপুর উপজেলার শ্যামপুরহাট মনোপাড়া গ্রামে পারিবারিক কলহের জের ধরে দ্বিতীয় স্ত্রীর নগ্ন ছবি ফেসবুকে ছড়িয়ে দেওয়ার অভিযোগ, তানোরের কলমা ইউনিয়নের অমৃতপুর গ্রামে স্বামী ২য় বিয়ে করায় নুর নাহার (২৮) নামের এক গৃহবধুূর আত্মহত্যা, নগরীতে রুয়েট ছাত্রীকে অটোরিক্সার মধ্যে চার বখাটে শ্লীলতাহানী করে ধাক্কা দিয়ে ফেলে দেয়, নগরীতে সৎ বাবা কর্তৃক এক সন্তানের জননী পালিত মেয়ে (২৮) ধর্ষণের শিকার, পুঠিয়ার কাঠাঁলবাড়ীয়া গ্রামের হলদার পাড়ায় স্বামীর উপর অভিমান করে স্ত্রী সাথী রানী (২০) এর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা,
রাজশাহী বিশ্বিবদ্যালয়ে প্রাক্তন প্রেমিকার নগ্ন ছবি সোসাল মিডিয়ায় ছড়ানোর অভিযোগ, নগরীর লক্ষীপুর কাচা বাজারে এক পুলিশ কনস্টেবল এর বিরুদ্ধে এক নারীকে যৌন হয়রানীর অভিযোগ, মোহনপুরে ৯ম শ্রেণির এক স্কুল ছাত্রীকে অপহরণের পর ধর্ষণের অভিযোগ, নগরীর উপশহর এলাকার ফাহিমা বেগম (২২) নামের গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার, রাজশাহী বিশ^বিদ্যালয়ের হল অধ্যক্ষের বাসায় এক ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ, পবা উপজেলার হরিপুর ইউনিয়নের বেড়পাড়া গ্রামের এক প্রতিবন্ধী তরুনীকে (২৫) ধর্ষণে অভিযোগ ৫ রাখালের বিরুদ্ধে, নগরীতে স্ত্রীকে পিটিয়ে নির্যাতন এর অভিযোগ ব্যাংক কর্মকর্তার বিরুদ্ধে।
মোহনপুরে বিয়ের দাবীতে প্রেমীকের বাড়িতে কলেজ ছাত্রী জরিনা খাতুন (২১) এর অনশন ও পরবর্তী প্রেমীক সহ পরিবারের সবাই প্রচন্ড নির্যাতন করে মুখে বিষ ঢেলে দিয়ে হত্যা করে, নগরীতে নববধূ লিজা রহমান (২০) এর থানা থেকে বের হয়ে শরীরে কেরোসিন ঢেলে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা, পুঠিয়ায় গলায় ফাঁস দিয়ে ছানোয়ারা (৪০) নামের এক গৃহবধূ আত্মহত্যা, গোদাগাড়ীতে ধর্ষণের শিকার এক বুদ্ধি প্রতিবন্ধী ৮ মাসের অন্তঃসত্ত্বা, একই উপজেলার ৫নং ওয়ার্ডের রামনগর এলাকার ৭ম শ্রেণিতে পড়ুয়া ফজিলাতুন (১৩) এর আত্মহত্যা, পুঠিয়া উপজেলার ভালুকগাছী ইউনিয়ন পরিষদ চত্ত্বর সংলগ্ন মৃধাপাড়া গ্রামে ৭ বছরের শিশুকে চকলেট এর লোভ দেখিয়ে ধর্ষণ চেষ্টার অভিযোগ।
তানোর উপজেলার রাতৈল দক্ষিণ পাড়া এলাকায় কলেজ ছাত্রী তানিয়া খাতুন (১৭) এর বিষপানে আত্মহত্যা, বাগমারায় গণিপুর ইউনিয়নের পোড়াকোয়া গ্রামে মুনছুরা মুনু (১১) নামের তৃতীয় শ্রেণির ছাত্রীকে দাদী কর্তৃক খুন, বাগমারা উপজেলায় যৌতুকের টাকা না পেয়ে স্বামী ও পরিবারের লোকজন কলেজছাত্রী মরিয়ম খাতুনকে (১৮) শ^াসরোধে হত্যার পর মুখে বিষ ঢেলে আত্মহত্যা বলে প্রচার, দুর্গাপুরে এক বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরী (১৬) ধর্ষণের শিকার, নগরীতে নানা বাড়ী থেকে ফেরার পথে এক কিশোরীকে দুই কিশোর দ্বারা ধর্ষণের অভিযোগ, নগরীতে সহপাঠির ছুরিকাঘাতে স্কুল ছাত্র নিহত, বাঘা উপজেলার জোতনশী বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী অপহরণ।
এছাড়াও দুর্গাপুর উপজেলার পৌর এলাকার সিংগা গ্রামের শশুরের বিরুদ্ধে পুত্রবধুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ, পুঠিয়ায় যৌতুকের দাবীতে ইতি বেগম (২২) নামের গুহবধূকে নির্যাতনের অভিযোগ, বাগমারা উপজেলা বড়বিহানালী কুলিবাড়ি গ্রামের শিমু খাতুন (২৭) নামের গৃহবধূকে পিটিয়ে মুখে বিষ ঢেলে হত্যার অভিযোগ, তানোরের তালন্দ ইউপির ৬নং ওয়ার্ডের আড়াদিঘী গ্রামে দুই সন্তানের জননী গৃহবধুকে (২৪) ধর্ষণের অভিযোগ, তানোর থানার দারোগাসহ তিনজনের বিরুদ্ধে আদিবাসী নারীর শ্লীলতাহানীর অভিযোগ, বাগমারার হামিরকুৎসা ইউনিয়নের কোনাবাড়িয়া গ্রামে স্ত্রীকে যৌন হয়রানির প্রতিবাদ করায় স্বামী ও স্ত্রী শাবানা বিবিকে (৩০) রশি দিয়ে হাত পা বেধে ঝুলিয়ে পিটিয়ে জখম করেছে প্রভাবশালীরা।
নগরীর মতিহারে সহপাঠীকে পরিক্ষার হলে নকল করতে সাহায্য না করায় তানিম (১৬) কি গলায় ছুরিকাঘাত, পুয়িায় ৭ম শ্রেণির এক স্কুল ছাত্রীকে একা পেয়ে শ্লীলতাহানীর অভিযোগ, নগরীর চন্দ্রীমা থানার কেচুয়াতল গ্রামে স্বামী, শশুর ও শাশুড়ির মারধরে শারমিন সুলতানা (১৭) নামের এক গৃহবধু আহত, পুঠিয়ার বানেশ^র ইউনিয়নের রঘুরামপুর এলাকায় সর:প্রাথ:বিদ্যা: এর ৫ম শ্রেণির ছাত্রী সহকারী শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণ চেষ্টার অভিযোগ, বাঘায় ২য় শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানীর অভিযোগ, মোহনপুরের পোল্লাকুড়ি এলাকায় বিয়ের প্রলোভনে কলেজ পড়ুয়া ছাত্রী (১৭) কে একাধিকবার ধর্ষণের অভিযোগ, রাজশাহী বিশ^বিদ্যালয় স্কুলের ৬ষ্ঠ শ্রেণির ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে, পবা উপজেলায় দামকুড়া থানার পুরাতন কসবা গ্রামে ৪র্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষনের অভিযোগ।
কাটাখালী সোনাপাড়ায় গলায় ফাঁস দিয়ে মৌসুমি খাতুন (২৪) কলেজ ছাত্রীর আত্বহতা, নগরীর উপকন্ঠ কাটাখালি পৌরসভার শ্যামপুর মোল্লাপাড়া মহল্লায় মুক্তা খাতুন নামের গৃহবধূ (১৬) কীটনাশক পানে আত্মহত্যা, বাঘায় চন্ডীপুর এলাকায় ৮ম শ্রেণিতে পড়ুয়া সুমন আহম্মেদ (১৮) অহরন, নগরীর হেলেনাবাদ স: বা: উচ্চ বিদ্যালয়ে ক্লাশ চলাকালিন ৯ম শ্রেণির ছাত্রীদের চুল বেনী না থাকায় হেড মাষ্টার কর্তৃক নির্যাতনের শিকার, তানোর উপজেলার চিমনা গ্রামে পারিবারিক কলহের জের ধরে গৃহবধূ রোকসানা বেগম (৩৪) কে নির্যাতন ও প্রতিবন্ধী পুত্র সুমন (১০) কে মেরে আহত, বাগমারায় নারীকে শ্ললতাহানির অভিযোগ।
বাগমারা উপজেলার হামিরকুৎসা ইউনিয়নের আলোকগর গ্রামের ৭ম শ্রেণির ছাত্র রিয়াদ শাহ (১৪) নিখোঁজ, নগরীতে ছুরিকাঘাতে ফাহিম (১৮) নামের কলেজ ছাত্রের খুন, পুঠিয়ায় জিউপাড়া ইউনিয়নের গাওপাড়া সেনভাগ জামে মসজিদের ইমামের বিরুদ্ধে এক কিশোরীকে বিয়ের প্রলোভন দিয়ে ধর্ষনের অভিযোগ, নগরীর রামচন্দ্রপুর কালুমিস্ত্রির মোড় এলাকার বিজয় দাস (৬) ও সোনিয়া দাস (১১) নামের দুই শিশুর নিখোঁজ হওয়ার অভিযোগ, তানোরের পৌর এলাকার দুই সন্তানের জননী গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, নগরীর রাজপাড়া থানাধীন উত্তরা ক্লিনিকের মোড় ১৬নং বাসায় এক যুবতি (২৫) কে চাকুরীর প্রলোভনে রাতভর গণধর্ষণ এর অভিযোগ, নগরীর চন্দ্রীমা থানাধীন শিরোইল কলোনী ৩নং রোডের গৃহবধু (২২) কে তারই বাড়ির ভাড়াটিয়া গলায় ধারালো হাসুয়া ধরে ধর্ষণ চেষ্টার অভিযোগ, বাঘার পাকুড়িয়া গ্রামে এক গৃহবধু তনুশ্রী কে শ্লীলতাহানীর অভিযোগ, চারঘাটের শলুয়া ইউনিয়নের ফতেপুর মন্ডলপাড়া গ্রামে নাসিমা গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ।
তানোরের তালন্দ মধ্যপাড়া এলাকায় ভাসুর ও জা গৃহবধূ সুমিত্রা রানী (৩৪) কে চরিত্রহীনা অপবাদ দিলে সইতে না পেরে গলায় ওড়না পেচিয়ে আত্মহত্যা করে, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ছাদ থেকে লাফ দিয়ে জেসমিন (২৭) নামের রোগী আত্মহত্যা, নগরীর নিউ গভঃ ডিগ্রী কলেজ সহপাঠী কে উত্ত্যক্ত, নগরীর মেহেরচন্ডী চকপাড়া এলাকায় বাড়িতে ঢুকে ৯ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ, পবায় ধর্মহাটা এলাকায় বাড়িতে ঢুকে বিধবা নারীকে জোরপূর্বক ম্লীলতাহানী ও ধর্ষণ চেষ্টার অভিযোগ, মহোনপুরের শারিরীক প্রতিবন্ধি এক যুবতিকে ধর্ষন চেষ্টার অভিযোগ গ্রাম্য পুলিশের বিরুদ্ধে, নগরীর মেহেরচন্ডী চকপাড়া এলাকায় নয় বছরের শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগ ঘটনাগুলো সকলের জন্য উদ্বেগজনক।
লফস এর নির্বাহী পরিচালক শাহানাজ পারভীন বলেন, সংবাদ পত্রে প্রকাশিত ঘটনার বাইরেও অনেক ঘটনা ঘটে যা প্রকাশিত হয় না বা কোন তথ্য জানা যায় না এমন বাস্তবতায়। রাজশাহীতে নারী ও শিশু নির্যাতনের প্রকাশিত তথ্য হতাশাজনক। রাজশাহী অঞ্চলে নারী-শিশু নির্যাতন সহ সার্বিক ঘটনাগুলোর সুষ্ঠ তদন্ত ও দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। তিনি বলেন, অপরাধীদের শাস্তি নিশ্চিত করা না গেলে ক্রমশই অপরাধীরা উৎসাহিত হবে এবং অপরাধের মাত্রা বৃদ্ধি পাবে। লফস সকল নারী – শিশু নির্যাতন ঘটনাগুলোর সুষ্ঠ তদন্ত স্বাপেক্ষে অপরাধীর কঠোর শাস্তির দাবী জানান।
আরপি/এমএইচ
আপনার মূল্যবান মতামত দিন: