রাজশাহী মঙ্গলবার, ৭ই মে ২০২৪, ২৫শে বৈশাখ ১৪৩১

রাজশাহী ওয়াসা শ্রমিক লীগ সভায়

বঙ্গবন্ধুর অসমাপ্ত কাজ সমাপ্ত করছেন শেখ হাসিনা


প্রকাশিত:
২৬ আগস্ট ২০১৯ ০৬:৫১

আপডেট:
৭ মে ২০২৪ ১২:১০

সভায় রাসিক মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন

১৯৭৫ সালের পর সুশাসন কাকে বলে, সেটি দেশের মানুষ দেখতে পেয়েছিলেন ১৯৯৬ সালে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা প্রধানমন্ত্রী হওয়ার পর। এরপর থেকে বঙ্গবন্ধুর অসমাপ্ত কাজ সমাপ্ত করতে কাজ করে চলেছেন তিনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুযোগ্য ও দক্ষ নেতৃত্বে দক্ষিণ এশিয়ার মধ্যে সেরা অর্থনৈতিক প্রবৃদ্ধির দেশ এখন বাংলাদেশ। দেশের দৃশমান উন্নয়নের পাশাপাশি মানুষের জীবনমানেরও উন্নয়ন হয়েছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জাতীয় চার নেতাসহ সকল শহীদদের আত্মহুতি বৃথা যায়নি বলে জানিয়েছেন রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।

১৫ আগস্ট জাতীয় শোক দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদতবার্ষিকী এবং ২১ আগস্ট গ্রেডেন হামলায় সকল শহীদদের স্মরণে আজ রোববার বিকেলে রাজশাহী ওয়াসা শ্রমিক লীগ আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মেয়র আরো বলেন, রাজশাহী ওয়াসার কার্যক্রম হতে হবে ব্যাপক। সেই লক্ষ্যে এখনো ওয়াসা পৌছাতে পারেনি। তবে ইতোমধ্যে চার হাজার ৬২ কোটি ২২ লাখ টাকা ব্যয়ে রাজশাহীতে ভূ-উপরিস্থিত পানি শোধনাগার নির্মাণ প্রকল্প অনুমোদিত হয়েছে। এই প্রকল্পের কাজ বাস্তবায়ন হলে রাজশাহী সিটি কর্পোরেশন এলাকাসহ আশপাশের এলাকার মানুষ সুপেয় পানি পাবেন।

রাজশাহী ওয়াসা শ্রমিক লীগের সভাপতি আশরাফ আলীর সভাপতিত্বে সভায় বক্তব্য দেন মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি নওশের আলী, মহানগর স্বেচ্ছাসেবক লীগ সভাপতি ও ১৩ নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মোমিন, জাতীয় শ্রমিক লীগ রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক আব্দুস সোহেল, ওয়াসা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক জাহির হোসেন লালা। সভায় রাজশাহী ওয়াসা ব্যবস্থাপক সুলতান আব্দুল হামিদ, উপ-ব্যবস্থাপক এসএম তুহিনুর ইসলামসহ অরো অনেকে উপস্থিত ছিলেন।

আরপি / বি



আপনার মূল্যবান মতামত দিন:

Top