“জাতীয় নদী রক্ষা” জেলা কমিটির সভায়
নদীর সীমনা চিন্হিত করার নির্দেশ রাজশাহী ডিসির
রাজশাহীতে নদীর সীমনা চিহ্নিত ও নদীর পিলার নির্মাণ এবং নদীর আশে পাশে অবৈধ স্থাপনা থাকলে উচ্ছেদের নির্দেশ দিয়েছেন জেলা প্রশাসক মো. হামিদুল হক। রোববার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে “জাতীয় নদী রক্ষা” জেলা কমিটির সভায় এসব বিষয়ে আলোচনা করেন তারা।
রাজশাহী জেলা প্রশাসক হামিদুল হকের সভাপতিত্বে্ এতে উপস্থিত ছিলেন সমাজসেবী শাহীন আকতার রেনী, জেলা মৎস অফিসার অর্নব কুমার সাহা, এল জি ই ডি নির্বাহী প্রকৌশলী সানিউল হক সহ বিভিন্ন উপজেলার নির্বাহী অফিসার।
এসময় রাজশাহী জেলা প্রশাসনের আওয়তাধীন গোদাগাড়ী উপজেলার ১ টি (পদ্মা নদী) পব উপজেলায় ২ টি (বারনই ও হোজা নদী, বাগমারা উপজেলায় ১ টি(ফকিরনী নদী/রানী নদী), মোহনপুর উপজেলায় ১টি (শিব নদী), বাঘা উপজেলায় ১টি (মুখোশ নদী), চারঘাট উপজেলা ১টি (বড়াল) নদী প্রবাহিত হচ্ছে বলে জানানো হয়।
সভায় উপস্থিত সকল উপজেলা নির্বাহী অফিসার এবং সহকারী কমিশনার (ভুমি) গণদের নির্দেশনা প্রদান করা হয় সিএস এবং এস রেকর্ড অনুযায়ী নদীর সীমনা চিন্হিত করতে হবে এবং অবৈধ স্থাপনা থাকলে উচ্ছেদ করতে হবে। এছাড়াও সভার মধ্য দিয়ে মোট সাতটি নদীর পিলার নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়।
আরপি / বি
আপনার মূল্যবান মতামত দিন: