রামেক হাসপাতালে হাজতির মৃত্যু

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে(রামেক) চিকিৎসাধীন অবস্থায় একজন হাজতির মৃুত্যু হয়েছে। আজ বুধবার সকাল সাড়ে ৮ টায় রামেকের ৮ নম্বরে ওয়ার্ডের প্রিজন সেলে তার মৃত্যু হয়।
তিনি হলেন, তানোর উপজেলার কবিরাজপুর গ্রামের মৃত সবের আলী মণ্ডলের ছেলে মোঃ মজিবুর রহমান(৬৮)। তার হাজতি নং:৪০৬৮।
কারাগার সূত্রে জানা যায়,তিনি একজন হত্যা মামলার আসামি। কারাগারে অবস্থানকালে তার ব্রেইন স্ট্রোক হয়। গত ২৮ নভেম্বর আশঙ্কাজনক অবস্থায় তাকে রামেকের প্রিজন সেলে ভর্তি করা হয় এবং চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে তার মৃত্যু হয়।
আইনি প্রক্রিয়া শেষে তার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
আরপি/ এএস
আপনার মূল্যবান মতামত দিন: