আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে রাজশাহীতে বর্ণাঢ্য র্যালি ও মানববন্ধন

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বাংলাদেশ মহিলা পরিষদ, রাজশাহী জেলা শাখার উদ্যোগে বর্ণাঢ্য র্যালি ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। শনিবার (৮মার্চ) সকাল ১০টায় রাজশাহী আলুপট্টি মোড় থেকে শুরু হয়ে র্যালিটি জিরো পয়েন্টে গিয়ে শেষ হয়, এরপর সেখানে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এতে উপস্থিত ছিলেন রাজশাহী মহিলা পরিষদের সভাপতি কল্পনা রায়, সহ-সভাপতি অঞ্জনা সরকার, প্রশিক্ষণ ও পাঠাগার সম্পাদক সেলিনা বানু, সাংগঠনিক সম্পাদক আলিমা খাতুন লিমাসহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ। এছাড়াও মানববন্ধনে রাজশাহী মহিলা আইনজীবী সমিতির সভাপতি দিল সিতারা চুনি, রাজশাহী জেলা পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ানসহ সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার নারী ও পুরুষ অংশ নেন।
মানববন্ধনে বক্তারা নারীর প্রতি সহিংসতা রোধ ও ন্যায্য অধিকার প্রতিষ্ঠার দাবি জানান। রাজশাহী মহিলা পরিষদের সভাপতি কল্পনা রায় বলেন, বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চির কল্যাণকর, অর্ধেক তার নারী, অর্ধেক তার নর। তবুও আজও নারীরা অবহেলিত ও নির্যাতিত। প্রতিনিয়ত ধর্ষণ ও সহিংসতার শিকার হচ্ছে তারা। আমরা সরকারের কাছে এইসব অপরাধের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।
রাজশাহী মহিলা আইনজীবী সমিতির সভাপতি দিল সিতারা চুনি বলেন, আমরা কি সত্যিই মানুষ নাকি রাক্ষসে পরিণত হয়েছি? কিছুদিন আগে বোরকা পরা এক নারীর মৃতদেহ উদ্ধার করা হয়, যার দেহ থাকলেও মাথা ছিল না। মাগুরায় ৮ বছরের একটি শিশুকে ধর্ষণ করা হয়েছে—এই নিষ্পাপ শিশুটির প্রতি এমন পাশবিকতা কেন? নারীর অধিকার নিশ্চিত না হলে, সমাজ সভ্য হতে পারে না।
রাজশাহী জেলা পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান বলেন, পুরুষ হিসেবে আমি লজ্জিত, কারণ আমার মতো পুরুষদের হাতেই নারীরা নির্যাতিত হচ্ছে। এই বর্বরতা বন্ধে দেশের আইন আরও কঠোর করতে হবে এবং ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।
আন্তর্জাতিক নারী দিবসের এ আয়োজন থেকে নারীর নিরাপত্তা ও অধিকার প্রতিষ্ঠায় সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানানো হয়।
আরপি/আআ
আপনার মূল্যবান মতামত দিন: