রাজশাহী শনিবার, ২৫শে জানুয়ারী ২০২৫, ১২ই মাঘ ১৪৩১

চারঘাটে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে জামায়াত


প্রকাশিত:
৪ ডিসেম্বর ২০২৪ ২৩:৪৬

আপডেট:
২৫ জানুয়ারী ২০২৫ ০২:৪১

রাজশাহীর চারঘাটের জোতকার্তিক গ্রামে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়েছে জামায়াত। গতকাল উপজেলার নিমপাড়া ইউনিয়নের অন্তর্গত জোতকার্তিক গ্রামের বানুর বসতবাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

রাত আনুমানিক রাত ১১ টার দিকে হঠাৎ সৃষ্ট আগুনে তার পরিবারের আশ্রয়স্থল একমাত্র সম্বল বসত বাড়িটির ঘরের টিন, আসবাবপত্র, দরজা -জানালাসহ অনেক ক্ষয়ক্ষতি সংঘটিত হয়।

এছাড়াও তাদের দুইটি গরুর মধ্যে একটি গরু আগুনে পুড়ে মারা যায়। এসময় গরু বাঁচাতে গিয়ে তিনি নিজে ও পরিবারের একাধিক সদস্য আগুনে পুড়ে গুরুতর আহত হন।

খবর পেয়ে বুধবার ০৪ (ডিসেম্বর) সন্ধ্যা ৬ টার দিকে তাকে সহযোগিতা ও সার্বিক খোঁজ খবর নিতে ছুটে যান বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী জেলার আমীর অধ্যাপক মোঃ আব্দুল খালেক, জেলা নায়েবে আমীর, মইনুল ইসলাম,জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মিনহাজুল ইসলাম, চারঘাট উপজেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক আইয়ুব আলী, সহকারি সেক্রেটারি জনাব সুফেল রানা, নিমপাড়া ইউনিয়ন শাখার আমীর, জনাব মোঃ মিজানুর রহমান সহ স্থানীয় জামায়াত ও শিবিরের নেতৃবৃন্দ।

জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা ক্ষতিগ্রস্ত পরিবারকে সান্ত্বনা প্রদান করেন এবং বসতবাড়ি পুনঃনির্মাণের জন্য নগদ ৩০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করেন এবং তার পরিবারের পরিপূর্ণ সুস্থ্যতা চেয়ে মহানরব এর নিকট দোয়া করেন।

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত মোঃ বানু বলেন, গতকাল রাতে অগ্নিকাণ্ডে আমাদের পরিবারের সবকিছু পুড়ে ছাই হয়ে যায়। পরনের কাপড় ছাড়া কিছু রক্ষা করতে পারি নাই। সরকারের পক্ষ থেকে আমরা এখনও পর্যন্ত কিছু পাইনি। জামায়াতের নেতাকর্মীরা আমাদের কষ্ট দেখে আমাদের সহযোগীতা করেছে। এমন কষ্টের মুহূর্তে তারা আমাদের পাশে দাড়ানোয় আমরা তাদের প্রতি কৃতজ্ঞ।

আরপি/এসএডি


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:

Top