রাজশাহী সোমবার, ৩১শে মার্চ ২০২৫, ১৮ই চৈত্র ১৪৩১

আমবাগানে পড়েছিল কৃষকের গলাকাটা মরদেহ


প্রকাশিত:
২৩ নভেম্বর ২০২৪ ১৯:০৪

আপডেট:
৩১ মার্চ ২০২৫ ১৭:৪২

প্রতীকী ছবি

রাজশাহীর বাঘায় একটি আমবাগান থেকে স্থানীয় কৃষকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৩ নভেম্বর) সকাল ৮টার দিকে উপজেলার মনিগ্রাম ইউনিয়নের মনিগ্রাম গ্রামের অবসরপ্রাপ্ত শিক্ষক বজলুর রহমানের আমবাগানে তার মরদেহ দেখতে পাওয়া যায়।

পরে খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

নিহত কৃষকের নাম আনিসুর রহমান (৪৮) নিহত আনিসুর মনিগ্রাম ইউনিয়নের তুলশীপুর গ্রামের মৃত শামসুল হকের ছেলে।

নিহতের স্ত্রী পারভিন বেগম জানান, শুক্রবার বিকেলে মনিগ্রাম বাজারে গিয়েছিলেন আনিসুর। কিন্তু রাতে বাড়ি না ফেরায় আত্মীয়-স্বজনসহ গ্রামের বিভিন্ন জায়গায় তার খোঁজ করা হয়। পরে শনিবার সকালে স্থানীয়দের মাধ্যমে ওই আমবাগানে তার স্বামীর গলা কাটা মরদেহ পড়ে আছে বলে জানতে পারেন। খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।

বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সিদ্দিক জানিয়েছেন, পরিবার ও এলাকাবাসীর দেওয়া তথ্যমতে আনিসুর একজন সহজ-সরল মানুষ ছিলেন। নিহতের দুই মেয়ে ও এক ছেলে রয়েছে। কিন্তু কৃষক আনিসুর হত্যাকাণ্ডের সঙ্গে কারা জড়িত এবং কেন তাকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে সেই সম্পর্কে এখনও সুনির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি। তবে জড়িতদের সনাক্তের চেষ্টা চলছে।

আপাতত নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পরিবার ও আশপাশের মানুষকে জিজ্ঞাসাবাদ শেষে এ ঘটনায় থানায় মামলা হবে বলেও জানান ওসি।

 

 

আরপি/এসআর



আপনার মূল্যবান মতামত দিন:

Top