রাজশাহী নগর আওয়ামী লীগের সম্পাদক ডাবলু নওগাঁয় গ্রেপ্তার
রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকারকে নওগাঁ থেকে গ্রেপ্তার করেছে র্যাব-৫ সদস্যরা।বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলা ও হত্যা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়। শেখ হাসিনা সরকারের পতনের দিন থেকে তিনি পলাতক ছিলেন।
শুক্রবার (৪ অক্টোবর) রাতে নওগাঁ সদর উপজেলার দক্ষিণপাড়া গ্রাম থেকে র্যাব-৫ এর একটি দল তাকে গ্রেপ্তার করে।
র্যাব-৫ অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফিরোজ কবীর বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমকে জানিয়েছেন, শুক্রবার (৪ অক্টোবর) রাতে র্যাবের একটি দল অভিযান চালিয়ে নওগাঁ থেকে ডাবলু সরকারকে গ্রেপ্তার করে। ডাবলু সরকারের নামে ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুথানে নিহত শিক্ষার্থী আলী রায়হান ও সাকিব আনজুম হত্যাসহ বেশ কয়েকটি মামলা রয়েছে।
আপাতত রাতে তাকে নওগাঁ অথবা জয়পুরহাটের র্যাব ক্যাম্পে রাখা হবে। সেখানে যদি তার নামে কোনো মামলা থাকে সেই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে। আর মামলা না থাকলে রাজশাহীর হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।
আরপি/আআ
বিষয়: রাজশাহী র্যাব-৫ ডাবলু সরকার
আপনার মূল্যবান মতামত দিন: